ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আইপিএল: কে কোন পুরস্কার পেলেন?

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৫, ৪ জুন ২০২৫   আপডেট: ১১:৫১, ৪ জুন ২০২৫
আইপিএল: কে কোন পুরস্কার পেলেন?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পর্দা নেমেছে মঙ্গলবার। প্রথমবারের মতো শিরোপা জিতেছেন বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও প্রথমবার শিরোপা উঁচিয়ে ধরেছে। 

বেঙ্গালুরু চ্যাম্পিয়ন হয়ে ২০ কোটি রুপি প্রাইজমানি জিতেছে। রানার্সআপ হয়ে ১৩ কোটি রুপি পেয়েছে পাঞ্জাব কিংস। এছাড়া তৃতীয় দল মুম্বাই ৭ কোটি ও চতুর্থ হওয়া গুজরাট টাইটান্স পেয়েছে ৬ কোটি রুপি। 

আরো পড়ুন:

গতকাল পুরস্কার বিতরণী মঞ্চে ছিল পুরস্কারের ছড়াছড়ি। কে কোন পুরস্কার পেলেন এক নজরে তা দেখে নেওয়া যাক,   

প্লেয়ার অব দ্য ম্যাচ: কোহলিকে আইপিএল ট্রফি জেতাতে কাল সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন বাঁহাতি স্পিনার ক্রুনাল পান্ডিয়া। ৪ ওভারে মাত্র ১৭ রান দেন এই স্পিনার, উইকেট ২টি। ম্যাচসেরার পুরস্কার তাই ক্রুনালের হাতেই উঠেছে।

প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট: মুম্বাই ইন্ডিয়ান্সের সুরিয়াকুমার যাদব ৭১৭ রান করে পেয়েছেন টুর্নামেন্ট সেরার পুরস্কার।  

অরেঞ্জ ক্যাপ বা সবচেয়ে বেশি রান: গুজরাট টাইটান্সের সাই সুদর্শন ১৫ ইনিংসে ৭৫৯ রান করেছেন যা এবারের আসরে সর্বোচ্চ রান। 
পার্পল ক্যাপ বা সবচেয়ে বেশি উইকেট: প্রাসিধ কৃষ্ণা ১৫ ইনিংসে সর্বোচ্চ ২৫ উইকেট পেয়েছেন। 

ইমার্জিং প্লেয়ার: সাই সুদার্শান ১৫ ইনিংসে ৭৫৯ রান। 

সুপার স্ট্রাইকার অব দা সিজন: বৈভাব সুরিয়াভানশি, ৭ ইনিংসে ২৫২ রান ২০৬.৫৫ স্ট্রাইক রেটে।

সুপার সিক্সার অব দা সিজন: নিকোলাস পুরান, ৪০ ছক্কা।

ডট বলস অব দা সিজন: মোহাম্মদ সিরাজ, ১৪৪ ডট বল।

ক্যাচ অব দা সিজন: কামিন্দু মেন্ডিস, চেন্নাইয়ের বিপক্ষে ব্রেভিসের ক্যাচ।

ফেয়ার প্লে অ্যাওয়ার্ড: চেন্নাই সুপার কিংস

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়