ঢাকা     বুধবার   ০৭ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আইপিএলের সম্প্রচার বন্ধের নির্দেশ 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৮, ৫ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৩:৩৯, ৫ জানুয়ারি ২০২৬
আইপিএলের সম্প্রচার বন্ধের নির্দেশ 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশে সম্প্রচার না করার নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এ বিষয়ে দেশের সব টেলিভিশন চ্যানেলের শীর্ষ নির্বাহীদের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) পাঠানো ওই চিঠিতে বলা হয়, আগামী ২৬ মার্চ শুরু হতে যাওয়া আইপিএলের আসরে বাংলাদেশ জাতীয় দলের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার বিষয়টি দৃষ্টিগোচর হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এ সিদ্ধান্তের পেছনে কোনো গ্রহণযোগ্য বা স্পষ্ট কারণ জানা যায়নি।

আরো পড়ুন:

চিঠিতে আরো উল্লেখ করা হয়, এমন সিদ্ধান্ত বাংলাদেশের ক্রিকেটপ্রেমী জনগণের মধ্যে হতাশা, ক্ষোভ ও বেদনার সৃষ্টি করেছে। বিষয়টি দেশের ক্রীড়াঙ্গন ও জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে বলেও চিঠিতে ইঙ্গিত দেওয়া হয়।

এই প্রেক্ষাপটে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আইপিএলের সব ধরনের খেলা ও সংশ্লিষ্ট অনুষ্ঠান বাংলাদেশে প্রচার ও সম্প্রচার বন্ধ রাখার জন্য টেলিভিশন চ্যানেলগুলোকে নির্দেশ দিয়েছে তথ্য মন্ত্রণালয়।

ঢাকা/এএএম/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়