আইপিএলের ফাইনালে শ্রেয়াস আইয়ারের আউট ‘ক্রিমিনাল অফেন্স’!

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মতো আইপিএলের ফাইনালের মঞ্চে শিরোপার অপেক্ষায় ছিল পাঞ্জাব কিংসও। ১৮ আসর পেরিয়ে গেলেও এখনও প্রথম শিরোপার খোঁজে প্রীতি জিনতার দল। বারবার ছন্দপতন, বারবার ব্যর্থতা, তবুও পাঞ্জাব কিংস হাল ছাড়ে না।
এবার রিকি পন্টিংয়ের অধীনে দলটাকে মনে হচ্ছিল শিরোপা তাদেরই প্রাপ্য। লিগ পর্ব থেকে শুরু করে কোয়ালিফায়ার, হোম ও অ্যাওয়ে ম্যাচ সবকটিতেই দাপট দেখিয়ে পাঞ্জাব কিংস উঠেছিল ফাইনালে। দ্বিতীয়বার ফাইনালে উঠেও প্রথমবার শিরোপা ছোঁয়া হলো না তাদের।
হাতের মুঠোয় থেকে ম্যাচ ছিনিয়ে নিয়েছে বেঙ্গালুরু। পাঞ্জাবের লক্ষ্য তাড়ায় ভরসা ছিলেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। অভিজ্ঞতায় আইয়ার পিছিয়ে নেই। কিন্তু মেগা ফাইনালে জ্বলে উঠার আগেই তাকে ফিরে যেতে হয় ড্রেসিংরুমে।
পেসার রোমারিও শেফার্ডের কাটার জায়গায় দাঁড়িয়ে ড্রাইভ করতে গিয়ে আলগা শটে উইকেটের পেছনে ক্যাচ দেন পাঞ্জাবের অধিনায়ক। মাত্র ১ রানে থেমে যায় তার ফাইনালের ইনিংস।
দলের হারের জন্য আইয়ারের উইকেটকে বড় মনে করছেন ভারতের সাবেক ক্রিকেটার যোগরাজ সিং। তার মতে এমন কঠিন মুহূর্তে এতো বড় মঞ্চে আইয়ার স্রেফ আত্মসমর্পণ করেছেন। যা তার কাছে, ‘‘ক্রিমিনাল অফেন্স।’’
এএনআই-কে দেয়া সাক্ষাৎকারে যোগরাজ সিং বলেছেন, ‘‘যে শটটা শ্রেয়াস আইয়ার ফাইনাল ম্যাচে খেলেছে সেটা ক্রিমিনাল অফেন্স। এটা সম্পূর্ণ আমার মত। অশোক মানকাদও আমাকে নিশ্চিত করেছে যে এটা ক্রিমিনাল অফেন্স। যা ধারায় ৩০২ নম্বরে আছে। সে আমাকে আরও বলেছে যে এর পরিণতি হবে দুই ম্যাচের নিষেধাজ্ঞা। শ্রেয়স যা করেছে তা গ্রহণযোগ্য নয়। এর জন্য কোনও ক্ষমা চাওয়া যাবে না।’’
ঢাকা/ইয়াসিন