ঢাকা     মঙ্গলবার   ১৭ জুন ২০২৫ ||  আষাঢ় ৩ ১৪৩২

ধোনি-হেডেন-স্মিথ আইসিসি হল অব ফেমে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৩, ১০ জুন ২০২৫   আপডেট: ০৮:৪৯, ১০ জুন ২০২৫
ধোনি-হেডেন-স্মিথ আইসিসি হল অব ফেমে

মহেন্দ্র সিংহ ধোনি ও ম্যাথু হেডেন

আইসিসির ‘হল অফ ফেম’-এ অন্তর্ভুক্ত করা হল ভারতের বিশ্বকাপকয়ী অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে। তার সঙ্গে আছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার ম্যাথু হেডেন ও দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ।

এছাড়া আরো চার ক্রিকেটারকেও যুক্ত করা হয়েছে হল অফ ফেমে। তারা হলেন, ড্যানিয়েল ভেট্টরি, হাশিম আমলা, সারা মির এবং সারাহ টেলর।  

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে দুই দলকে নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে আইসিসি। ‘এ ডে উইথ দ্য লেজেন্ডস’- শিরোনামের অনুষ্ঠানিকে সাত কিংবদন্তির নাম ঘোষণা হয়।

আরো পড়ুন:

ধোনিকে প্রশংসায় ভরিয়ে দিয়ে আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, ‘‘চাপের মুখেও বরফের মতো শান্ত। অতুলনীয় বুদ্ধি। কিন্তু স্বল্প ওভারের ম্যাচে ঝড় তুলতে ওস্তাদ। অন্যতম শ্রেষ্ঠ ফিনিশার, অধিনায়ক এবং উইকেট কিপার।’’

আইসিসি-র ওয়েবসাইটে ধোনি বলেছেন, “হল অফ ফেমে সুযোগ পেয়ে আমি আপ্লুত। গোটা বিশ্বে প্রজন্মের পর প্রজন্ম ধরে ক্রিকেটারেরা যে অবদান রাখে, তার স্বীকৃতি জানানো হয় এই সম্মানের মাধ্যমে। সর্বকালের সেরাদের পাশে নিজের নাম দেখতে পাওয়া অসাধারণ অনুভূতি। সারাজীবন এই সম্মান মনে রাখব।”

ধোনির আগে আইসিসি-র ‘হল অফ ফেম’-এ ছিলেন ১০ জন ভারতীয় ক্রিকেটার। তার মধ্যে দুই জন নারী এবং আটজন পুরুষ। ২০০৯ সালে প্রথম ভারতীয় হিসাবে ‘হল অফ ফেম’-এ জায়গা পান সুনীল গাভাস্কার ও বিষান সিংহ বেদী। এর পর কপিল দেব, অনিল কুম্বলে, রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকর, বিনু মাঁকড়, ডায়না এডুলজি এবং নীতু ডেভিড এই সম্মান পেয়েছেন।

ঢাকা/ইয়াসিন


সর্বশেষ

পাঠকপ্রিয়