ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৭, ১৫ জুন ২০২৫   আপডেট: ১৯:৪০, ১৫ জুন ২০২৫
বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে শ্রীলঙ্কা। যেটা শুরু হবে টেস্ট সিরিজ দিয়ে। এই সিরিজকে সামনে রেখে আজ রোববার (১৫ জুন) ১৮ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউস ও উইকেটরক্ষক ব্যাটসম্যান দিনেশ চান্দিমাল। অধিনায়কের দায়িত্বে থাকছেন নির্ভরযোগ্য অলরাউন্ডার ধনঞ্জয়া ডি সিলভা।

দলে অভিজ্ঞদের পাশাপাশি বেশ কয়েকজন উদীয়মান তরুণ ক্রিকেটারকেও জায়গা দেওয়া হয়েছে। যেমন— কামিন্দু মেন্ডিস, পসিন্দু সুরিয়াবান্দারা ও ঈশিতা ভিজেসুন্দরা। যারা ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করে নজর কাড়ছেন। আর স্পিন আক্রমণে নেতৃত্ব দেবেন প্রভাব বিস্তারকারী স্পিনার প্রবথ জয়াসুরিয়া।

আরো পড়ুন:

সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৭ জুন, গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২৫ জুন থেকে, কলম্বোর সিংহালিজ স্পোর্টস ক্লাবের (এসএসসি) ঐতিহাসিক মাঠে।

শ্রীলঙ্কার ১৮ সদস্যের টেস্ট স্কোয়াড:
পাথুম নিসাঙ্কা, ওশাদা ফার্নান্দো, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুসল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, পসিন্দু সুরিয়াবান্দারা, সোনাল দিনুশা, পবন রথনায়েক, প্রবথ জয়সুরিয়া, থারিন্দু রত্নায়েকে, আকিলা ধানঞ্জয়া, মিলন রথনায়েক, অসিথা ফার্নান্দো, কাসুন রাজিথা ও ঈশিতা ভিজেসুন্দরা। 

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়