ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নায়ারের ৪০২ ম্যাচের অপেক্ষা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৮, ২১ জুন ২০২৫   আপডেট: ১৪:১৭, ২১ জুন ২০২৫
নায়ারের ৪০২ ম্যাচের অপেক্ষা

২০১৭ সালের পর আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়নি ভারতের করুন নায়ারের। নিজের তৃতীয় টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন করুন। এরপর খুব একটা ভালো সময় যায়নি তার। বাদ পড়ে যান দল থেকে। 

এরপর কেবল অপেক্ষা ও অপেক্ষা। সেই অপেক্ষা অবশেষে ফুরাল ৮ বছর পর। লম্বা সময় পর ডানহাতি ব্যাটসম্যানের আবার সুযোগ আসল জাতীয় দলে। সম্প্রতি ব্যাট হাতে অসাধারণ সব ইনিংস খেলেছেন করুন। ঘরোয়া ক্রিকেটে সব প্রতিযোগিতায় রানের বন্যা বইয়ে দিয়ে সুযোগ পেয়েছেন জাতীয় দলে।

আরো পড়ুন:

লিডসে ‘টেন্ডুলকার-অ্যান্ডারসন’ সিরিজের প্রথমটিতে তাকে নিয়ে মাঠে নেমেছে ভারত। আজ ব্যাটিংয়ের সুযোগ হতে পারে। এই ম্যাচে একাদশে ফিরে অন্য রকম এক রেকর্ডে নিজেকে জড়িয়ে নিয়েছেন করুন। দুই সময়ের মাঝে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ মিস করার রেকর্ড এখন তারই দখলে। 

২০১৭ সালের মার্চ থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত মোট ৪০২ ম্যাচ মিস করেছেন করুন। জাতীয় দল থেকে বাদ পড়া ও ফেরার মাঝে এতো বেশি ম্যাচ আন্তর্জাতিক ক্রিকেটে আর কোনো ক্রিকেটার করেননি।

তালিকায় তার পরে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের রায়ান এমরিট (৩৯৬), ইংল্যান্ডের জো ডেনলি (৩৮৪), ওয়েস্ট ইন্ডিজের ফ্লয়েড রেইফার (৩৮০) ও শ্রীলঙ্কার মাহেলা উদাওয়াট্টে (৩৭৪)।

ঢাকা/ইয়াসিন  

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়