ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শেষটা জিতেও অ্যাটলেটিকোর বিদায়, ঘুরে দাঁড়িয়ে নকআউট পর্বে পিএসজি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫১, ২৪ জুন ২০২৫   আপডেট: ১৩:৫৩, ২৪ জুন ২০২৫
শেষটা জিতেও অ্যাটলেটিকোর বিদায়, ঘুরে দাঁড়িয়ে নকআউট পর্বে পিএসজি

ফিফা ক্লাব বিশ্বকাপে বি গ্রুপের নিজেদের শেষ ম্যাচে জয় পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। তারা ১-০ গোলে হারিয়েছে ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগোকে। তবে এই জয়ও যথেষ্ট হয়নি নকআউট পর্বে যাওয়ার জন্য। পিএসজি ও বোতাফোগোর সমান ৬ পয়েন্ট নিয়েও টেবিলের তৃতীয় স্থানে থেকে বিদায় নিয়েছে তারা।

এদিকে দ্বিতীয় ম্যাচে বোতাফোগোর কাছে ১-০ গোলে হার মানা পিএসজি শেষ ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে। তারা সিয়াটল সাউন্ডার্সকে ২-০ গোলে হারিয়েছে। এই জয়ে তারা বি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে।

আরো পড়ুন:

অ্যাটলেটিকোকে অবশ্য ঘাম ঝরিয়ে জিততে হয়েছে। পিএসজিকে হারের স্বাদ দেওয়া বোতাফোগো ৮৬ মিনিট পর্যন্ত আটকে রাখে স্পেনের দলটিকে। কিন্তু ৮৭ মিনিটে আঁতোয়ান গ্রিজমান গোল করে জয় নিশ্চিত করেন। কিন্তু এই জয়ও তাদের জায়গা দিতে পারেনি নকআউট পর্বে। অন্যদিকে হেরেও গোল ব্যবধানে এগিয়ে থেকে শেষ ষোলোতে জায়গা পায় ব্রাজিলের ক্লাবটি।

এদিকে সিয়াটল সাউন্ডার্সের বিপক্ষে দুই অর্ধে দুটি গোল করে ইউরোপ সেরা পিএসজি। ৩৫ মিনিটে কাভিচা কাভারাতসখেলিয়া গোল করে এগিয়ে নেন দলকে। আর ৬৬ মিনিটে আশরাফ হাকিমি গোল করে নিশ্চিত করেন ২-০ ব্যবধানের জয়।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়