ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লর্ডসে ব্যতিক্রমী ধৈর্য, রুটের ৯৯ রানে ভর করে লড়াইয়ে ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৪, ১১ জুলাই ২০২৫  
লর্ডসে ব্যতিক্রমী ধৈর্য, রুটের ৯৯ রানে ভর করে লড়াইয়ে ইংল্যান্ড

লর্ডস টেস্টের প্রথম দিন ইংল্যান্ডের ব্যাটিং ছিল একেবারেই মন্থর গতির। যেখানে ‘বাজবল’ নীতির আগ্রাসন তো দূরের কথা, বরং ধৈর্য ও সংযমের প্রতিচ্ছবি ছিল প্রতিটি বলে। ৮৩ ওভার খেলে মাত্র ২৫১ রান তুলেছে ইংলিশরা, ওভারপ্রতি রান এসেছে ৩.০২ হারে।

কিন্তু এই শ্লথগতির ইনিংসেও জো রুট ছিলেন অনন্য। ১৯১ বল খেলে ৯৯ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের অপেক্ষায় আছেন তিনি। তার ইনিংসে ছিল নিয়ন্ত্রণ, ধৈর্য ও পরিণত ম্যাচবোধের নিখুঁত প্রদর্শনী।

আরো পড়ুন:

শুরুতেই ভারত আঘাত হানে নিতিশ কুমার রেড্ডির হাত ধরে। যিনি নিজের প্রথম টেস্ট ওভারের মধ্যেই ফিরিয়ে দেন দুই ওপেনার বেন ডাকেট ও জ্যাক ক্রাউলিকে। ২০০৬ সালের পর কোনও ভারতীয় পেসারের প্রথম টেস্ট ওভারে এমন কীর্তি এই প্রথম। এরপর রুট ও অলিভার পোপ মিলে ইনিংসটি গুছিয়ে নেন। গড়েন ১০৯ রানের জুটি।

এর মাঝেই ইনজুরিতে মাঠ ছাড়েন উইকেটরক্ষক ঋষভ পান্ত, কিপিংয়ের দায়িত্ব নেন ধ্রুব জুরেল। ইংল্যান্ডের শত রান আসে ৩৫.৪ ওভারে। যা তাদের ‘বাজবল’ যুগের অন্যতম ধীরতম সূচনা। চা বিরতির পর জাদেজা ফিরিয়ে দেন পোপকে। যিনি ১০৪ বলে করেন ৪৪ রান। এরপর ইনসাইড এজে বোল্ড হন হ্যারি ব্রুক। বুমরাহর বল বুঝতেই পারেননি তিনি। তবে এরপর স্টোকস ও রুট মিলে ম্যাচটি আর কোনো বিপদে ফেলেননি। শেষ ২৮.১ ওভারে আসে ৭৯ রানের অবিচ্ছিন্ন জুটি।

এই দিনটিতে রুট টেস্টে ভারতের বিপক্ষে ৩ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেন। যা ইতিহাসে প্রথমবার। মন্থর শুরু হলেও ইংল্যান্ডের ভিত্তি যথেষ্ট শক্ত। এখন অপেক্ষা আজ রুটের ইনিংসটি কতোদূর যায় এবং তারা দুজন কোথায় নিয়ে যান ইংলিশদের।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়