ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এক সপ্তাহ পিছিয়ে আসছে নেদারল্যান্ডস

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৭, ৪ আগস্ট ২০২৫  
এক সপ্তাহ পিছিয়ে আসছে নেদারল্যান্ডস

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রথমবারের মতো আতিথেয়তা দিতে যাচ্ছে নেদারল্যান্ডসকে। ভারত সিরিজ এক বছর পিছিয়ে যাওয়ায় আগস্টে কোনো খেলা ছিল না বাংলাদেশের।

তাই, নেদারল্যান্ডসকে তিন টি-টোয়েন্টি খেলার আমন্ত্রণ জানায় বিসিবি। ডাচরাও দিয়েছেন সাড়া। সোমবার (৪ আগস্ট) তিন টি-টোয়েন্টির আনুষ্ঠানিক সূচি প্রকাশ করেছে বিসিবি।

আরো পড়ুন:

কিন্তু, বিসিবি নেদারল্যান্ডসকে যে প্রস্তাবিত সূচি বিসিবি পাঠিয়েছিল তা এক সপ্তাহ পিছিয়ে আসছে তারা। প্রস্তাবিত সূচিতে তিন টি-টোয়েন্টি ছিল ১৯, ২২ ও ২৫ আগস্ট। প্রতিটি ম্যাচই সিলেটে।

তবে, বিসিবির পাঠানো সূচি এক সপ্তাহ পিছিয়ে তারা আসছে ২৬ আগস্ট। ঢাকা পৌঁছার পর অতিথিরা সরাসরি চলে যাবে সিলেটে। সিরিজের প্রথম ম্যাচ হবে ৩০ আগস্ট। পরের দুইটি ম্যাচ ১ ও ৩ সেপ্টেম্বর। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।

সূচি পরিবর্তন হলেও ভেন্যুতে কোনো পরিবর্তন আসেনি। সিলেটেই তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

নেদারল্যান্ডসের সঙ্গে বাংলাদেশ ৫টি-টোয়েন্টি খেলেছে। ৪টিতে বাংলাদেশ জিতেছে। নেদারল্যান্ডসের জয় ১টিতে। বাংলাদেশের মাটিতে দুই দল প্রথমবার টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়