ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অখণ্ড অবসরে লম্বা সময় ‘যুদ্ধের’ প্রস্তুতি

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৯, ৬ আগস্ট ২০২৫   আপডেট: ২০:৩৮, ৬ আগস্ট ২০২৫
অখণ্ড অবসরে লম্বা সময় ‘যুদ্ধের’ প্রস্তুতি

ভারত আসবে না তা আগেভাগেই জানিয়ে দিয়েছে। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগস্টেই আসার কথা ছিল। কিন্তু দেশের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকায় সফর পিছিয়েছে তারা। 

এশিয়া কাপের আগে ভারত সিরিজ ছিল বাংলাদেশের জন‌্য প্রস্তুতির মঞ্চ। সিরিজ না হওয়ায় বিসিবি নেদারল‌্যান্ডসকে বাংলাদেশে খেলতে আমন্ত্রণ জানিয়েছে। তিন ম‌্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ডাচরা আসবেন ২৬ আগস্ট। ক্রিকেটারদের এই অখণ্ড অবসরের সময়টাকে কাজে লাগাতে বিসিবি আয়োজন করেছে বিশেষ ক‌্যাম্প। যেখানে স্কিল অনুশীলনের সঙ্গে আছে ফিটনেস সেশন।

আরো পড়ুন:

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম আজ বুধবার থেকে শুরু হয়েছে এই প্রস্তুতি। শুরুর দশ দিন কেবল ফিটনেস ট্রেনিং। এ সময়ে থাকবে বিশ্রামও। পরে শুরু স্কিল সেশনে। ঢাকার পর সিলেটেও হবে এই অনুশীলন। ফাঁকে নেদারল‌্যান্ডসের বিপক্ষে তিন ম‌্যাচের টি-টোয়েন্টিও খেলবে দল। এরপর আবার অনুশীলন। এরপর এশিয়া কাপ খেলতে সংযুক্ত আরব আমিরাত ভ্রমণ।

শান্ত, সৌম‌্য, মোস্তাফিজুর, নাহিদ, জাকের, শামীম, নাসুমরা আজ ফিটনেস নিয়ে কাজ করেছেন জিমনেশিয়ামে। এই অবসরের সময়টাকে কাজে লাগাতে চান ক্রিকেটাররা। আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট টানা খেলার উপর থাকায় ফিটনেস নিয়ে তেমন কাজ করার সুযোগ পান না তারা। এবারের ফিটনেস ট্রেনিং সেশনটাকে তারা এক লম্বা সময়ের ‘যুদ্ধের’ প্রস্তুতি হিসেবেই নিয়েছেন। যেন সামনের ছয় মাস ফিটনেস ইস্যুতে ভুগতে না হয়।

সাইফ উদ্দিন ইনজুরি প্রবণ। স্কিলে তেমন সমস‌্যা নেই। কিন্তু ফিটনেস নিয়েই যত সমস‌্যা। এই ১০ দিন তিনি পুরোপুরি ফিটনেস নিয়ে কাজ করবেন বলে জানালেন। যেন লম্বা সময় জাতীয় দলকে সার্ভিস দিতে পারেন। ১৪ আগস্ট পর্যন্ত চলবে এই ক্যাম্প। ফিটনেস ক্যাম্পের শেষদিকে ১২ ও ১৩ আগস্ট দলের সঙ্গে যোগ দেবেন বিদেশি কোচিং স্টাফের সদস্যরা। ১৫ আগস্ট থেকে ক্রিকেটারদের স্কিল ক্যাম্প শুরু হবে।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়