ফাইনালের আগে যুবাদের দাপুটে জয়
রোববার ত্রিদেশীয় সিরিজের ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তার আগে আজ শুক্রবার জিম্বাবুয়ের যুবাদের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ।
হারারেতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের যুবারা ৬ উইকেটে ২৮৪ রান সংগ্রহ করে। এরপর দারুণ বোলিং করে জিম্বাবুয়ের যুবাদের ৩৫ ওভারে অলআউট করে মাত্র ১২৪ রানে। আর ফাইনালের আগে পায় ১৬০ রানের বড় জয়।
বল হাতে জিম্বাবুয়েকে ধ্বসিয়ে দেন আজিজুল হাকিম ও রিজান হোসেন। তারা দুজনেই ৩টি করে উইকেট নেন। ২টি উইকেট নেন শাহরিয়া আল-আমিন। ১টি করে উইকেট নেন সানজিদ মজুমদার ও রাফি উজ্জামান রাফি।
জিম্বাবুয়ের মাত্র তিনজন ব্যাটসম্যান দুই অঙ্কের কোটায় রান করতে পারেন। তার মধ্যে বেনি জুজে সর্বোচ্চ ৪৭ রান করেন ২ চার ও ১ ছক্কায়। এছাড়া মাইকেল বিলিংনাট ৩০ ও মার্শাল মাশাভা করেন ১৬ রান। ৫ উইকেটে জিম্বাবুয়ের রান ছিল ১১৮। সেখান থেকে ১২৪ রানে যেতে বাকি পাঁচটি উইকেট হারায় তারা।
তার আগে বাংলাদেশের ইনিংসে রিফাত বেগ সর্বোচ্চ ৭৭ রান করেন ১০টি চার ও ১ ছক্কায়। এছাড়া ফরিদ হাসান ৩৮*, মো. আব্দুল্লাহ ৩৭, বেদাশীষ দেবা ৩৪*, আজিজুল ৩৪ ও রিজান করেন ৩০ রান।
জিম্বাবুয়ের সেরা বোলার ছিলেন শেল্টন মাজভিতোরেরা। তিনি ৭০ রান দিয়ে ৩টি উইকেট নেন।
ঢাকা/আমিনুল