ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

উডের কর্মশালায় সালাউদ্দিন-হান্নানরা

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১০, ১২ আগস্ট ২০২৫  
উডের কর্মশালায় সালাউদ্দিন-হান্নানরা

তিন মাসের জন‌্য বাংলাদেশের ক্রিকেটের যোগ দিয়েছেন বিশ্বের প্রথম পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। ইংলিশ পাওয়ার-হিটিং কোচ জুলিয়ান উড বাংলাদেশ ক্রিকেটের কাছে অপরিচিত নন। এর আগে তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং সিলেট সানরাইজার্সের কোচের দায়িত্ব পালন করেছেন। তবে এবারই প্রথম তিনি জাতীয় দলের সাথে কাজ করতে যাচ্ছেন।

এরই মধ‌্যে বাংলাদেশে এসে দায়িত্ব বুঝে নিয়েছেন তিনি। তবে ক্রিকেটারদের এখন স্কিল ট্রেনিং নেই। আগামী সপ্তাহ থেকে শুরু হবে ব‌্যাট-বলের অনুশীলন। উড মাঠে নামবেন তখনই।

আরো পড়ুন:

তবে আগেভাগে তার ঢাকায় এসে কারণ ভিন্ন। মঙ্গলবার জাতীয় দল ও স্থানীয় কোচদের নিয়ে কর্মশালা আয়োজন করেছিল বিসিবির গেম ডেভেলাপমেন্ট বিভাগ। যেখানে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় কোচদের ভেতরে ওয়াহিদুল গনি, সোহেল ইসলাম, হান্নান সরকার, তারেক আজিজ, তালহা জুবায়ের, নাফিস ইকবালসহ আরো অনেকে এই কর্মশালায় যোগ দেন। 

শুধু পাওয়ার হিটিং নয়, আধিনুক ক্রিকেটে এগিয়ে যাওয়া এবং ব‌্যাটসম‌্যানদের অবারিত শট খেলা, রান পাওয়ার প্রবণতা এবং এর পেছনের কারণগুলো নিয়ে গভীর আলোচনা হয়েছে। ঘন্টাখানেকের লম্বা এই কর্মশালায় ইনপুট দিয়েছেন স্থানীয় কোচরাও।

ক্রিকেটে ইংল‌্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত যেভাবে এগিয়েছে সেভাবে বাকি দলগুলো উন্নতি হয়নি। সামর্থ‌্য থাকা সত্ত্বেও পিছিয়ে গেছে দলগুলো। খেলার গতি প্রকৃতি, পরিস্থিতি, স্ট্রাইক নিয়ে কাজ করা সব কিছু মিলিয়ে বিশাল গ‌্যাপ দেখা যাচ্ছে। সেসব নিয়েই মূলত আলোচনা হয়েছে কর্মশালায়।  ক্রিকেটের সঙ্গে বেসবলের হিটিং মেথড মিলিয়েছেন উড। বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতা পিএসএল, বিগ ব্যাশ, আইপিএল এবং বিপিএলে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। বিপিএলে প্রথমে সিলেট সানরাইজার্সের এবং পরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কোচ হয়েছেন। তার সঙ্গে নিবিড়ভাবে কাজের ফল পেয়েছেন স্যাম বিলিংস, লিয়াম লিভিংস্টোন, পৃথ্বী শ’র মতো পাওয়ার হিটাররা।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়