ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সায়মন টাফেল আসছেন তো?

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৩, ১৩ আগস্ট ২০২৫   আপডেট: ২০:২৭, ১৩ আগস্ট ২০২৫
সায়মন টাফেল আসছেন তো?

বেশ আয়োজন করে সাবেক এলিট আম্পায়ার সায়মন টাফেলকে নিয়োগ দেওয়ার ঘোষণা দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আম্পায়ারদের মানোন্নয়ন এবং যথার্থ গ্রেডেশন নির্ধারণে আইসিসির এলিট প্যানেলের সাবেক এই আম্পায়ারকে বোর্ডে যুক্ত করতে চাওয়া হয়। তিন বছরের জন্য এই পাইলট প্রজেস্ট গ্রহণ করা হয়েছিল।

গত ৩০ জুন বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু, প্রায় দেড় মাস কেটে হলেও এখনো বোর্ডের সঙ্গে চুক্তি হয়নি সায়মনের। কারণ খুঁজতে গিয়ে জানা গেছে, তার সঙ্গে পারিশ্রমিক নিয়ে বনিবনা হচ্ছে না।বিশাল অঙ্ক পারিশ্রমিক চাওয়ায় বোর্ড দ্বিধায় পড়েছে। এদিকে চুক্তির আগেই সায়মনের নাম ঘোষণা করেও বিপাকে পড়েছে বিসিবি।

আরো পড়ুন:

সায়মন টাফেল আসছেন তো? সরাসরি এই প্রশ্ন করা হয়েছিল, বিসিবির পরিচালক ও আম্পায়ার্স বিভাগের চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠুকে। উত্তরে তিনি বলেছেন, ‘‘কোথায় শুনলেন সায়মন আসছেন না? এটা সম্পূর্ণ গুজব। আমাদের সঙ্গে তার কথা চলছে।’’

চুক্তি কেন করা হলো না? কবে করা হবে সেসব নিয়ে সদুত্তর তিনি অবশ্য দিতে পারেননি, ‘‘আমরা তার সঙ্গে চুক্তি শিগগিরিই করব। রিভিউ করা হচ্ছে তার চুক্তি।’’

জানা গেছে, সায়মন টাফেল তিন বছরের জন্য ৬ লাখ ৮৫ হাজার ডলার চেয়েছেন। যেখানে তার নিজের সম্মানী ২ লাখ ৭৫ হাজার ডলার। বাকি ৪ লাখ ১০ হাজার ডলার তার নিজের দলের। এছাড়া বাংলাদেশে আসা-যাওয়ার খরচ, আবাসন, খাওয়া, যাতায়াত সব বিসিবির বহন করতে হবে।

বাংলাদেশি টাকায় সায়মন প্রায় ৮ কোটি ৩৫ লাখ টাকার মতো চেয়েছেন। যা অতিরিক্ত মনে হচ্ছে ইফতেখার আহমেদের কাছেও, ‘‘তার পারিশ্রমিকের অঙ্কটা একটু বেশি। তবে আমরা এটা ডিসক্লোজ করব না এখনই। আমরা আলোচনা করছি। যদি আমাদের জন্য সাশ্রয়ের সুযোগ থাকে তাহলে কেন আমরা করব না।’’ 

তিন বছরের চুক্তিতে সায়মনকে চায় বিসিবি। লম্বা সময় ধরে আলোচনাই করছে দুই পক্ষ। প্রশ্নটা তাই থেকেই যাচ্ছে, ৫ বছর আইসিসি আম্পায়ার অব দ্য ইয়ারে ভূষিত অস্ট্রেলিয়ার সাবেক আম্পায়ার আসবেন তো?

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়