ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এশিয়া কাপে বাদ পড়তে পারেন বাবর আজম ও রিজওয়ান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৭, ১৫ আগস্ট ২০২৫  
এশিয়া কাপে বাদ পড়তে পারেন বাবর আজম ও রিজওয়ান

পাকিস্তান ক্রিকেট যেন একদম তলানিতে গিয়ে ঠেকেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমিতে সিরিজের শেষ ম্যাচে ২০২ রানের লজ্জাজনক হার। পাশাপাশি ক্যারিবীয়দের কাছে ৩৪ বছর পর সিরিজ হাতছাড়া করা। এই হার শুধু মনোবলই ভাঙেনি, আসন্ন এশিয়া কাপের আগে দল নিয়েও দেখা দিয়েছে বড় অনিশ্চয়তা।

এশিয়া কাপ ২০২৫ শুরু হবে ৯ সেপ্টেম্বর। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখনও ১৫ সদস্যের দল ঘোষণা করেনি। বেশ কয়েকটি জায়গা খালি থাকলেও এখন গুঞ্জন জোরালো ফর্মহীনতার কারণে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে হয়তো দলে রাখা হবে না।

আরো পড়ুন:

কেন সুযোগ পাচ্ছেন না বাবর ও রিজওয়ান?
২০২৫ সালে এখনও একটিও টি–টোয়েন্টি ম্যাচ খেলেননি বাবর আজম বা রিজওয়ান। বাবরের শেষ টি–টোয়েন্টি ছিল ডিসেম্বর ২০২৪-এ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সেই থেকেই তিনি রান খরায় ভুগছেন। পিএসএল ২০২৫-এ ১০ ইনিংসে মাত্র ২৮৮ রান, গড় ৩৬। যা তার মানের ব্যাটসম্যানের জন্য হতাশাজনক। সবশেষ তিন ইনিংসে তো রান এসেছে মাত্র ৫৬, গড় ১৮.৬৭। টি–টোয়েন্টিতে তার শেষ ফিফটি ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে ৭৫ (৪২ বল)।

রিজওয়ানের অবস্থা তেমন ভালো নয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডের তিন ইনিংসে করেছেন মাত্র ৬৯ রান (৫৩, ১৬, ০)। তার বাদ পড়া মানে প্রায় নিশ্চিতভাবেই দলের নেতৃত্ব চলে যাবে সালমান আলি আগার হাতে।

এশিয়া কাপের আগে এমন অনিশ্চয়তা পাকিস্তান দলে চাপ বাড়িয়ে দিয়েছে। ভক্তরা এখন অপেক্ষায়, শেষ পর্যন্ত কি ফিরবেন বাবর ও রিজওয়ান। নাকি আসর শুরু হওয়ার আগেই হবে বড় ধাক্কা। 

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়