‘প্রো ভ্যালোসিটি’ ব্যাট ও ৪-৬ মিটারের দূরত্ব ঘুচানোর মিশন
‘আগে যেটা আউট, এখন সেটা ছক্কা’- তত্ত্ব বলুন না হয় স্লোগান, জুলিয়ান উড বাংলাদেশের ক্রিকেটারদের মস্তিষ্কে ঢুকিয়ে দিচ্ছেন এমন কিছু। তার হিসেবটা খুব সামান্য। টাইমিং করতে পারেন সব ক্রিকেটারই। গড়বড় হয়ে যায় হরহামেশা। আবার কখনো পিকচার পারফেক্ট।
গড়বড় যেন না হয় সেজন্য দরকার পাওয়ার টাইমিং। সেই কাজটাই বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে করছেন তিনি। হিসেবটা খুব সহজ। সীমানায় ক্যাচ না দিয়ে ছক্কা উড়াতে প্রয়োজন ৪-৬ মিটারের বাড়তি দূরত্ব। মূলত এই কাজটাই করছেন বাংলাদেশের পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড।
২৮ দিনের কাজে বাংলাদেশ ক্রিকেটে যুক্ত হয়েছেন তিনি। থাকবেন ৩ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়টায় উড কাজ করবেন শান্ত, লিটন, জাকের, মিরাজদের নিয়ে। শুরুতে স্থানীয় কোচ ও নারী ক্রিকেটারদের নিয়ে কাজ করেছেন। তখন পুরুষ ক্রিকেটাররা ছিলেন ফিটনেস ট্রেনিংয়ে। এখন ক্রিকেটাররা স্কিল ট্রেনিংয়ে ব্যস্ত। ব্যাট-বলের অনুশীলনের সঙ্গে তারা যোগ দিচ্ছেন উডের ক্লাসে।
জাকের আলী উডের ক্লাস নিয়ে বিস্তারিত জানালেন সোমবার, ‘‘আমাদের পাওয়ার হিটিংয়ের কিছু স্কিল নিয়ে কাজ হচ্ছে। কীভাবে আরও উন্নতি করা যায়। যারা জেনেটিক্যালি ভালো আছে, তারা কীভাবে আরও ভালো করতে পারে। যারা টাইমার, তাদেরকে কীভাবে আরও ২-৩ মিটার ভালো দূরত্ব দেওয়া যায়, ওই জিনিসগুলো নিয়ে কাজ হচ্ছে।’’
ক্রিকেটের সঙ্গে বেসবলের হিটিং মেথড মিলিয়েছেন উড। বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতা পিএসএল, বিগ ব্যাশ, আইপিএল এবং বিপিএলে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। উড ক্লাস নিচ্ছেন বিশেষ একটি ব্যাট নিয়ে। ‘প্রো ভ্যালোসিটি’ নামের এই ব্যাট ক্রিকেটারদের ব্যাট স্পিড আর হাত-চোখের সমন্বয়ে সাহায্য করে। ওজনে ভারী ব্যাটটা ঘোরালে যে শব্দ হয়, সেটাই বলে দেয় শটের শক্তি কেমন হলো। যুক্তরাষ্ট্রের তৈরি ৩৩ মিটারের এই ব্যাটের মূল্য প্রায় ৬০ হাজার টাকা।
এই ব্যাটের বিশেষত্ব জানাতে গিয়ে জাকের যোগ করেন, ‘‘যখন যে কয়টা সাউন্ড বের করতে বলে, ওইটা যদি বের করা যায়, তখন ভালো লাগে। কিন্তু অনেক ফোর্স লাগে এটা বের করতে। সাউন্ডটা বের করতে ফোর্স লাগে, আরও এফোর্ট দিতে হয়। তো এই জিনিসগুলো নিয়ে ধারাবাহিকভাবে কাজ করলে অবশ্যই কাজে দেবে।’’
ছক্কা মারার জন্য নিজেদের স্বাভাবিক খেলার ধরন পাল্টে ফেলতে হবে বিষয়টি এমন নয়। বেসিক ক্রিকেটে স্থির থেকে ওই সীমানার দূরত্ব কমানোর মিশনে ক্রিকেটাররা।
‘‘যারা টাইমার, তারা কীভাবে আরও ৪-৫ মিটার বাড়াতে পারে শটের দূরত্ব, সেটা নিয়ে কাজ করার কথা বলেছে। টাইমারদের কিন্তু পাওয়ার হিটার হতে বলেনি সে। টাইমাররা টাইমারই থাকবে। তারা কীভাবে শটের দূরত্ব আরও ৪-৫ বা ৬ মিটার বাড়াতে পারে...এটা হলে যা হবে, আগে যেটা আউট হতো, সেটা এখন ছক্কা হয়ে যাবে।’’
ঢাকা/ইয়াসিন/আমিনুল