বাংলাদেশের ক্রিকেট ‘পরিস্কার’ করতে অ্যালেক্স মার্শাল ঢাকায়
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যান্টি করাপশন ইউনিটের (আকু) দায়িত্ব নিতে ঢাকায় পৌঁছেছেন আইসিসির সাবেক অ্যান্টি করাপশন ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল। আকুর পরামর্শক হিসেবে তাকে নিয়োগ দিয়েছে বিসিবি। মূলত বিসিবির দুর্নীতি দমন রোধে কাজ করবেন অ্যালেক্স। প্রাথমিকভাবে তার সঙ্গে এক বছরের জন্য চুক্তি করেছে বিসিবি।
দেশের ক্রিকেটকে দুর্নীতি মুক্ত রাখতে কাজ করে আসছে আকু। তবুও ফিক্সিং ও অনৈতিক কর্মকাণ্ড চলছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এই কর্মকান্ড নতুন কোনো ঘটনা নয়। এখন ঢাকা প্রিমিয়ার লিগেও ম্যাচ পাতানোর অভিযোগ উঠে এবং বেশ কয়েকটি বিতর্কিত ঘটনাও ঘটেছে এরই মধ্যে। এসব থামাতে নতুন করে বিসিবি নিজেদের অ্যান্টি করাপশন ইউনিটে নিয়োগ দিয়েছে অ্যালেক্সকে। দুর্নীতি দমন রোধে ক্রিকেটারদের করণীয় সম্পর্কে পরিষ্কার ধারণা দিতে বাংলাদেশে আসার পরদিনই ফ্রন্টলাইন ক্রিকেটারদের ক্লাস নেবেন তিনি।
শুধু ক্রিকেটারদের ক্লাস নেওয়াই নয়। ক্রিকেটার, সংগঠক, বিসিবি কর্মকর্তা ও স্টাফদের সঙ্গেও বসবেন অ্যালেক্স মার্শাল। তার নিয়োগ নিয়ে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ও পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেছিলেন, ‘‘আমাদের অ্যান্টি করাপশন ইউনিটকে আরও শক্তিশালী করার জন্য আমরা অ্যালেক্স মার্শালকে নিয়োগ দিচ্ছি। স্থানীয় টুর্নামেন্টগুলোতে দুর্নীতি ঠেকানো বেশ কঠিন হয়ে যাচ্ছে। তাই অভিজ্ঞতা কাজে লাগাতে আমরা তাকে পরামর্শক হিসেবে আনছি।’’
অ্যালেক্স আইসিসিতে কাজের আগে যুক্তরাজ্যের পুলিশ বাহিনীতে দীর্ঘদিন কাজ করেছেন। ২০১৭ সালে আইসিসির অ্যান্টি করাপশন ইউনিটের জেনারেল ম্যানেজার হিসেবে নিয়োগ পান। পরে তাকে অ্যান্টি ডোপিং ইউনিটের দায়িত্বও দেওয়া হয়।
ঢাকা/ইয়াসিন/আমিনুল