ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জোয়াও ফেলিক্সের জাদুতে ফাইনালে আল-নাসর

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৮, ২০ আগস্ট ২০২৫  
জোয়াও ফেলিক্সের জাদুতে ফাইনালে আল-নাসর

নাটকীয়তা, গোল, বিতর্ক আর এক নবাগত তারকার ঝলক; সব মিলিয়ে সৌদি সুপার কাপের সেমিফাইনাল জমজমাট এক ম্যাচ উপহার দিলো আল-নাসর ও আল-ইত্তিহাদ।

পর্তুগিজ তারকা জোয়াও ফেলিক্স দুর্দান্ত এক গোল করে আলোচনায় এলেন, আর তার হাত ধরেই ফাইনালের টিকিট নিশ্চিত করল আল-নাসর। হংকংয়ে অনুষ্ঠিত রোমাঞ্চকর সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বী আল-ইত্তিহাদকে ২–১ গোলে হারিয়েছে রোনালদো-ফেলিক্সের দল।

আরো পড়ুন:

মাত্র ১০ মিনিটের মাথায় সাদিও মানের গোলে এগিয়ে যায় আল-নাসর। কিন্তু আনন্দটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১৬ মিনিটে আল-ইত্তিহাদের স্টিভেন বার্গউইন রক্ষণভাগের অসতর্কতার সুযোগ নিয়ে সমতায় ফেরান দলকে।

এর মধ্যেই ম্যাচ নাটকীয় মোড় নেয়। ২৫ মিনিটে বেপরোয়া ট্যাকলের জন্য সরাসরি লাল কার্ড দেখেন আল-নাসরের সাদিও মানে। এক গোল করা থেকে মুহূর্তেই খলনায়ক বনে গেলেন তিনি। পুরো এক ঘণ্টারও বেশি সময় ১০ জন নিয়ে খেলতে হলো আল-নাসরকে।

দ্বিতীয়ার্ধে যখন চাপের মুখে পড়ে গিয়েছিল আল-নাসর, তখনই দেখা দিলেন নবাগত তারকা জোয়াও ফেলিক্স। ৬১ মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোর নিখুঁত পাস থেকে দারুণ দক্ষতায় গোল করেন তিনি। সেই গোলই হয়ে ওঠে ম্যাচের ভাগ্য-নির্ধারক।

শেষ পর্যন্ত সেই গোলের সুবাদে ২–১ ব্যবধানে জয় তুলে নেয় আল-নাসর এবং নিশ্চিত করে ফাইনালের টিকিট।

এবার শিরোপা নির্ধারণী ম্যাচে আল-নাসরের প্রতিপক্ষ হবে আল-কাদিসিয়া ও আল-আহলির মধ্যকার সেমিফাইনালের বিজয়ী দল।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়