ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গ্রেপ্তার হতে পারেন ওয়াসিম আকরাম!

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৯, ২০ আগস্ট ২০২৫  
গ্রেপ্তার হতে পারেন ওয়াসিম আকরাম!

পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামকে ঘিরে উঠেছে বড়সড় বিতর্ক। অবৈধ অনলাইন জুয়া অ্যাপ ‘বাজি’ প্রচারের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে। গণমাধ্যমের খবরে জানা গেছে, পাকিস্তানের ‘ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ)’ ইতোমধ্যেই বিষয়টি তদন্ত করছে।

ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পরও আকরাম ধারাভাষ্যকার হিসেবে নিয়মিতই ক্রিকেট বিশ্বে সক্রিয়। কিন্তু এবার তার নাম উঠে এসেছে এমন এক ঘটনায়, যা তার ভাবমূর্তিকে বড় ধাক্কা দিতে পারে। অভিযোগ অনুযায়ী, তিনি নাকি এই অবৈধ অনলাইন বেটিং অ্যাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেই কাজ করেছেন।

আরো পড়ুন:

মামলাকারী মোহাম্মদ ফিয়াজ অভিযোগে জানিয়েছেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টার ও ভিডিওতে দেখা গেছে ওয়াসিম আকরামকে ওই জুয়া অ্যাপটির প্রচারণা করতে। এতে সাধারণ মানুষও অ্যাপটির প্রতি আকৃষ্ট হচ্ছে।”

তিনি এনসিসিআইএ-এর কাছে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন। কারণ, পাকিস্তানের ইলেকট্রনিক ক্রাইমস অ্যাক্ট ২০১৬ অনুযায়ী যেকোনো ধরনের জুয়া বা বেটিং প্ল্যাটফর্ম প্রচার একটি গুরুতর অপরাধ।

এজেন্সির এক কর্মকর্তা পাকিস্তান প্রেস ট্রাস্টকে বলেন, “তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখযোগ্য যে, এর আগেও একই অ্যাপ প্রচারের দায়ে জনপ্রিয় ইউটিউবার ডাকি ভাই (সাদ উর রহমান) এবং এক পরিচিত টিকটকারকে গ্রেপ্তার করা হয়েছিল। এবার একই পথে হাঁটতে হতে পারে পাকিস্তানের এই কিংবদন্তি পেসারকেও।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়