ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এশিয়া কাপের দল থেকে বাদ পড়ে সিপিএলে রিজওয়ান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৩, ২১ আগস্ট ২০২৫  
এশিয়া কাপের দল থেকে বাদ পড়ে সিপিএলে রিজওয়ান

পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান এশিয়া কাপ ২০২৫ এর স্কোয়াড থেকে বাদ পড়েছেন। এটা অবশ্য জানা খবর। জাতীয় দলের বাইরে সময়টাকে কাজে লাগাতে এবার তিনি যোগ দিচ্ছেন ক্যারিবীয় প্রিমিয়ার লিগে (সিপিএল)। সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস ফ্র্যাঞ্চাইজির হয়ে মাঠে নামবেন তিনি।

রিজওয়ান ও বাবর আজমকে পাকিস্তানের নতুন টি–টোয়েন্টি সেটআপে রাখা হয়নি। সালমান আলি আগার নেতৃত্বে এখন নজর দেওয়া হচ্ছে তরুণ ক্রিকেটার ও পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সেরা পারফর্মারদের ওপর।

আরো পড়ুন:

জাতীয় দলের হয়ে রিজওয়ান এখন পর্যন্ত খেলেছেন ৩৯ টেস্ট, ৯৪ ওয়ানডে ও ১০৬ টি–টোয়েন্টি ম্যাচ। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে তার সংগ্রহ ৩৪১৪ রান, গড় ৪৭.৪১ এবং স্ট্রাইক রেট ১২৫.৩৭। করেছেন একটি সেঞ্চুরি ও ৩০টি হাফসেঞ্চুরি। গত বছরের জুন পর্যন্ত পাকিস্তানের টি–টোয়েন্টি দলে অপরিহার্য ছিলেন তিনি। তবে আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪–এ ভরাডুবির পর তাকে দল থেকে ছেঁটে ফেলা হয়।

পাকিস্তান দলে জায়গা না পেলেও সিপিএল ২০২৫–এর বাকি ম্যাচগুলো খেলবেন রিজওয়ান। আফগান পেসার ফজল হক ফারুকি জাতীয় দলে যোগ দিতে চলে গেলে তার জায়গাতেই প্যাট্রিয়টসে সুযোগ মিলবে রিজওয়ানের। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) থেকে ‘এনওসি’ পাওয়া এখন কেবল আনুষ্ঠানিকতা বলেই ধরা হচ্ছে।

এটি হবে রিজওয়ানের প্রথম সিপিএল আসর। এর আগে চলতি বছরই তিনি অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (বিবিএল) মেলবোর্ন রেনেগেডস–এর সঙ্গে চুক্তি করেছিলেন।

এদিকে প্যাট্রিয়টসে আগে থেকেই পাকিস্তানের নাসিম শাহ ও আব্বাস আফ্রিদি খেলছেন। একই টুর্নামেন্টে অন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর হয়ে খেলছেন ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, উসামা মির ও সালমান ইরশাদ।

উল্লেখ্য, পিসিবি–র নিয়ম অনুযায়ী জুলাই থেকে শুরু হওয়া ১২ মাসে কোনো কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটার সর্বোচ্চ দুটি বিদেশি টি–টোয়েন্টি লিগে খেলতে পারবেন। তাই প্যাট্রিয়টসের হয়ে সিপিএল খেলা ও বিবিএলে রেনেগেডসের সঙ্গে চুক্তি—দুটো মিলিয়েই পূর্ণ হবে রিজওয়ানের বিদেশি লিগ খেলার কোটা।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়