ভারত-পাকিস্তান মুখোমুখি: টি-টোয়েন্টিতে কারা এগিয়ে?
ফাইল ছবি
ক্রিকেটে ভারত-পাকিস্তান মানেই বাড়তি উত্তেজনা। সীমান্তের দুই প্রতিবেশী দেশের লড়াই যেন এক অন্যরকম আবেগের নাম। বিশ্বজুড়ে কোটি কোটি দর্শক চোখ রাখে এই মহারণে। অনেকে একে ক্রিকেটের ‘এল ক্লাসিকো’ বলেও ডাকেন।
ইতিহাস বলছে, টি-টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তানের তুলনায় ভারতই এগিয়ে। বিশেষ করে আইসিসি টুর্নামেন্টে ভারতের রেকর্ড আরও দারুণ।
টি-টোয়েন্টিতে ভারত-পাকিস্তান মুখোমুখি পরিসংখ্যান:
এ পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ১৩ বার। এর মধ্যে ভারত জিতেছে ১০ ম্যাচে, আর পাকিস্তান জয় পেয়েছে মাত্র ৩টিতে।
| তারিখ | জয়ী দল | ব্যবধান | ভেন্যু |
| ৯ জুন ২০২৪ | ভারত | ৬ রান | নাসাউ কাউন্টি, নিউইয়র্ক |
| ২৩ অক্টোবর ২০২২ | ভারত | ৪ উইকেট | মেলবোর্ন |
| ৪ সেপ্টেম্বর ২০২২ | পাকিস্তান | ৫ উইকেট | দুবাই |
| ২৮ আগস্ট ২০২২ | ভারত | ৫ উইকেট | দুবাই |
| ২৪ অক্টোবর ২০২১ | পাকিস্তান | ১০ উইকেট | দুবাই |
| ১৯ মার্চ ২০১৬ | ভারত | ৬ উইকেট | ইডেন গার্ডেন্স |
| ২৭ ফেব্রুয়ারি ২০১৬ | ভারত | ৫ উইকেট | মিরপুর |
| ২১ মার্চ ২০১৪ | ভারত | ৭ উইকেট | মিরপুর |
| ২৮ ডিসেম্বর ২০১২ | ভারত | ১১ রান | আহমেদাবাদ |
| ২৫ ডিসেম্বর ২০১২ | পাকিস্তান | ৫ উইকেট | বেঙ্গালুরু |
| ৩০ সেপ্টেম্বর ২০১২ | ভারত | ৮ উইকেট | কলম্বো |
| ২৪ সেপ্টেম্বর ২০০৭ | ভারত | ৫ রান | জোহানেসবার্গ |
| ১৪ সেপ্টেম্বর ২০০৭ | টাই | টাই | ডারবান |
বিশ্বকাপের রেকর্ড:
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত এগিয়ে ৬-১ ব্যবধানে। এমনকি ২০০৭ সালের প্রথম বিশ্বকাপেই পাকিস্তানের বিপক্ষে টাই ম্যাচে বোল-আউটে জয় পেয়েছিল ভারত।
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই শুধু খেলা নয়, আবেগেরও লড়াই। সংখ্যার বিচারে ভারত এগিয়ে থাকলেও, মাঠের লড়াইয়ে কে জয়ী হবে- সেটাই কোটি দর্শকের কৌতূহলের বিষয়।
ঢাকা/আমিনুল