ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিসিবি নির্বাচনে ‘ষড়যন্ত্রের’ ইঙ্গিত

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৬, ২৪ আগস্ট ২০২৫   আপডেট: ২১:১১, ২৪ আগস্ট ২০২৫
বিসিবি নির্বাচনে ‘ষড়যন্ত্রের’ ইঙ্গিত

অক্টোবরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের নির্বাচন হওয়ার কথা রয়েছে। তবে নির্বাচন আদৌ হবে কি না তা নিয়ে সংশয়ের শেষ নেই। এখন পর্যন্ত নির্বাচন নিয়ে তেমন কোনো আলোচনা বিসিবি থেকে আসেনি। বরং ক্রিকেটকে এগিয়ে নেওয়ার আলোচনাগুলোই করছে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড।

নির্বাচন নিয়ে সোরগোল, প্রস্তুতি, পরিকল্পনা ও বাস্তবায়নে ঘাটতি দেখতে পাচ্ছে ঢাকা লিগের ৭৬টি ক্লাবের সংগঠকদের সংগঠন ‘ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন’। রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে বিসিবি নির্বাচনে ষড়যন্ত্রের ইঙ্গিতের কথা জানিয়েছেন তারা। যেখানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক বোরহানুল হোসেন।

আরো পড়ুন:

বোরহানুল হোসেন বলেন, ‘‘বিসিবিতে ‘নব্য ফ্যাসিস্ট’রা মাথাচাড়া দিয়ে উঠেছে। বিসিবির আসন্ন নির্বাচনকে ঘিরে চক্রান্ত হচ্ছে। সংগঠকদের নানাভাবে অসম্মান করা হচ্ছে।’’

সভাপতি রফিকুল ইসলামের দাবি, অ্যাডহক কমিটি করে বোর্ড পরিচালনার চক্রান্ত হচ্ছে। গঠনতন্ত্রের কথা মনে করিয়ে দিয়ে তিনি যোগ করেন, ‘‘বিসিবির গঠনতন্ত্রে অ্যাডহক কমিটি দিয়ে বোর্ড চালানোর কথা নেই। অ্যাডহক কমিটি যে রকম পরিবেশ–পরিস্থিতিতে করার প্রয়োজন পড়ে, সে রকম পরিবেশ–পরিস্থিতিও এখন নেই। আমরা নির্বাচন চাই।’’

অ্যাডহক কমিটি কারা করছে কিংবা ষড়যন্ত্র কারা করছে সেসব নিয়ে নির্দিষ্ট কোনো উত্তর দিতে পারেননি তারা।

‘‘আমি নাম বলতে চাই না, তবে আপনারা দেখেছেন, একজন সংগঠকের ব্যক্তিগত কিছু বিষয় সামনে এনে তাকে অসম্মানিত করা হচ্ছে। তার ক্রিকেট সংগঠক পরিচয়ের সঙ্গে এগুলো মেলানো উচিত নয়। যারা অপপ্রচার চালাচ্ছে, তারা ক্রিকেটের ভালো চায় না।’’

কিছুদিন আগে বিসিবির পরিচালক মাহবুব আনামের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক খবর ছড়ায়। সেসব আমলে নিয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে ‘ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন’ তার পক্ষেই কথা বললেন, ‘‘আমার মনে হয় না, কারোরই ওনার (মাহবুব) সঙ্গে কাজ করতে কোনো অস্বস্তি আছে। ক্রিকেট সংগঠক হিসেবে ওনার তুলনা হয় না।’’

জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি নিয়ে সংগঠনের সভাপতি রফিকুল শেষে যোগ করেন, ‘‘অ্যাডহক কমিটিগুলো থেকে যোগ্য অনেকের নাম বাদ দেওয়া হয়েছে। তবে বিসিবির কাউন্সিলর অ্যাডহক কমিটি থেকেই আসতে হবে, এমন বাধ্যবাধকতা নেই। আশা করি, যোগ্যরাই বিসিবির কাউন্সিলর হবেন।’’

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়