এশিয়া কাপে ওমানের দল ঘোষণা, নতুন মুখ চার
আগামী ৯ সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ-২০২৫। এর আগে ওমান ক্রিকেট বোর্ড আজ মঙ্গলবার (২৬ আগস্ট) ঘোষণা করেছে তাদের ১৭ সদস্যের দল। প্রথমবার এশিয়া কাপ খেলতে যাওয়া দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ৩৬ বছর বয়সী জতিন্দর সিং। অভিজ্ঞতা আর তরুণ শক্তির মিশ্রণে সাজানো এই স্কোয়াডে জায়গা পেয়েছেন চারজন নতুন মুখ— সুফিয়ান ইউসুফ, নাদিম খান, জিকরিয়া ইসলাম এবং ফয়সাল শাহ। যা ওমান ক্রিকেটের নতুন যুগ শুরুর ইঙ্গিত দিচ্ছে।
তবে তরুণদের সঙ্গে অভিজ্ঞ ক্রিকেটাররাও রয়েছেন। দলের ভরসা হয়ে থাকবেন মোহাম্মদ নাদিম ও করণ সোনাভালে। যাদের কাঁধে থাকবে বাড়তি দায়িত্ব।
ওমান এর আগে তিনবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছে— ২০১৬, ২০২১ ও ২০২৪ সালে। তবে এশিয়া কাপে এবারই প্রথম অংশ নিচ্ছে তারা। গ্রুপ ‘এ’-তে তাদের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাত।
২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আর্থিক সংকট কাটিয়ে নতুন করে পথচলা শুরু করছে ওমান। শেষবার তারা খেলেছিল গালফ টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে। যেখানে পাঁচ ম্যাচের মধ্যে মাত্র দুটি জিততে পেরেছিল। আর হার মেনেছিল আমিরাত, সৌদি আরব ও কুয়েতের কাছে।
প্রথমবারের মতো এশিয়া কাপে চাপ সামলানো কতটা সম্ভব হয়, সেটিই এখন দেখার বিষয়। ওপেনার ও অধিনায়ক জতিন্দর সিংয়ের ব্যাটে ভর করেই এগিয়ে যেতে চাইবে দল। তার সঙ্গে অভিজ্ঞ করণ সোনাভালে, মোহাম্মদ নাদিম ও আমির কালিমকেও বড় ভূমিকা রাখতে হবে।
বল হাতে আক্রমণ সামলাবেন শাকিল আহমেদ। আর লেগ স্পিনার শ্যাময় শ্রীবাস্তবও হবেন ওমানের গুরুত্বপূর্ণ অস্ত্র।
ওমানের এশিয়া কাপ স্কোয়াড:
জতিন্দর সিং (অধিনায়ক), হাম্মাদ মির্জা, বিনায়ক শুক্লা, সুফিয়ান ইউসুফ, আশিস ওডেদেরা, আমির কালিম, মোহাম্মদ নাদিম, সুফিয়ান মাহমুদ, আরিয়ান বিস্ত, করণ সোনাভালে, জিকরিয়া ইসলাম, হাসনাইন আলী শাহ, ফয়সাল শাহ, মুহাম্মদ ইমরান, নাদিম খান, শাকিল আহমেদ ও শ্যাময় শ্রীবাস্তব।
ঢাকা/আমিনুল