জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে ফিরলেন টেলর ও উইলিয়ামস
দীর্ঘ বিরতির পর আবারও জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে ফিরলেন অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটসম্যান ব্রেন্ডন টেলর। তিন বছরেরও বেশি সময় পর তিনি জাতীয় দলের ছোট ফরম্যাটের স্কোয়াডে ডাক পেলেন। আসন্ন শ্রীলঙ্কা সিরিজের জন্য ঘোষিত ১৬ সদস্যের দলে জায়গা পেয়েছেন তিনি। একই সঙ্গে ফিরেছেন অলরাউন্ডার শন উইলিয়ামস। যিনি এক বছরেরও বেশি সময় পর টি-টোয়েন্টিতে ফিরছেন।
টেলরকে ২০২২ সালের জানুয়ারিতে আইসিসি সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছিল, কারণ তিনি জুয়াড়িদের প্রস্তাবের কথা সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে জানাননি। তিন বছর ছয় মাসের সেই নিষেধাজ্ঞা শেষ হয় চলতি বছরের আগস্টে। এর পর নিউ জিল্যান্ডের বিপক্ষে বুলাওয়েতে টেস্ট খেলে আবারও আন্তর্জাতিক অঙ্গনে ফেরেন তিনি। এরপর গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজেও খেলেছেন। তবে তার সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ ছিল ২০২১ সালের এপ্রিলে, পাকিস্তানের বিপক্ষে।
অন্যদিকে শন উইলিয়ামসের সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ ছিল ২০২৪ সালের মে মাসে। এ মাসের শেষ দিকে আফ্রিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব সামনে রেখে তিনি আবারও টি-টোয়েন্টিতে ফিরছেন। সেই বাছাইয়ে জিম্বাবুয়ের প্রতিপক্ষ হবে বতসোয়ানা, কেনিয়া, মালাউই, নামিবিয়া, নাইজেরিয়া, তানজানিয়া ও উগান্ডা। সেখান থেকে শীর্ষ দুই দল সরাসরি জায়গা করে নেবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে।
তবে এর আগে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি জিম্বাবুয়ে। নামিবিয়া ও উগান্ডার কাছে হেরে আফ্রিকা বাছাইপর্বে সেরা দুইয়ে থাকতে ব্যর্থ হয়েছিল তারা।
শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজের জন্য জিম্বাবুয়ের দলে কিছু পরিবর্তনও আনা হয়েছে। আগের ত্রিদেশীয় সিরিজে (দক্ষিণ আফ্রিকা ও নিউ জিল্যান্ডের সঙ্গে) খেলা নিউম্যান নিয়ামহুরি, ওয়েসলি মাধেভেরে, ভিনসেন্ট মাসেকেসা ও তাফাদজওয়া সিগাকে বাদ দেওয়া হয়েছে। তাদের জায়গায় ফিরেছেন ব্রেন্ডন টেলর, শন উইলিয়ামস, পেসার ব্র্যাড ইভান্স ও টপ অর্ডার ব্যাটার তাদিওয়ানাশে মারুমানি।
টি-টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা মুখোমুখি হয়েছে মাত্র ছয়বার। সর্বশেষ মুখোমুখি লড়াই হয়েছিল ২০২৪ সালের জানুয়ারিতে, যেখানে তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল লঙ্কানরা।
শ্রীলঙ্কার বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দল:
সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, ব্র্যাড ইভান্স, ট্রেভর গওয়ান্ডু, ক্লাইভ মাদান্দে, টিনোটেন্ডা মাপোসা, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনিওঙ্গা, তাশিঙ্গা মুসেকিওয়া, ব্লেসিং মুজারাবানি, ডিয়ন মায়ার্স, রিচার্ডি এনগ্রাভা, ব্রেন্ডন টেলর (উইকেটরক্ষক) ও শন উইলিয়ামস।
ঢাকা/আমিনুল