২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফেব্রুয়ারিতে, আয়োজক ভারত-শ্রীলঙ্কা
২০২৬ সালের পুরুষদের টি–টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত। আইসিসি এখনো চূড়ান্ত সূচি ঘোষণা না করলেও সম্ভাব্য সময়সীমা জানিয়ে দিয়েছে অংশগ্রহণকারী দেশগুলোকে। এ আসরের যৌথ আয়োজক হবে ভারত ও শ্রীলঙ্কা। আর প্রতিযোগিতায় অংশ নেবে মোট ২০টি দল।
টুর্নামেন্টের ম্যাচগুলো আয়োজন করা হবে ভারতের অন্তত পাঁচটি এবং শ্রীলঙ্কার দুটি ভেন্যুতে। ফাইনাল ম্যাচ আয়োজন করা হবে আহমেদাবাদ বা কলম্বোতে। এটা নির্ভর করবে পাকিস্তান ফাইনালে ওঠে কিনা তার ওপর। কারণ, রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনের কারণে ভারত ও পাকিস্তান একে অপরের দেশে খেলতে যাচ্ছে না।
এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৫টি দল নিশ্চিত হয়েছে। দলগুলো হলো- ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, নিউ জিল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, নেদারল্যান্ডস এবং ইতালি।
এর মধ্যে ইতালি প্রথমবারের মতো বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিয়েছে। বাকি পাঁচটি দলের ক্ষেত্রে দুটি আসবে আফ্রিকা আঞ্চলিক বাছাইপর্ব থেকে এবং তিন দল আসবে এশিয়া ও পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাছাই থেকে।
এই বিশ্বকাপের ফরম্যাট হবে ২০২৪ সালের ক্যারিবিয়ান ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আসরের মতোই। ২০ দলকে ভাগ করা হবে চার গ্রুপে, প্রতিটি গ্রুপে পাঁচ দল। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল যাবে সুপার এইটে। এরপর সুপার এইটের দুটি গ্রুপ থেকে সেরা দুই দল যাবে সেমিফাইনালে।
সর্বশেষ বিশ্বকাপের মতো এবারও অনুষ্ঠিত হবে মোট ৫৫টি ম্যাচ।
২০২৬ সালের শুরুটা হবে ভারতের ক্রিকেটে জমজমাট। জানুয়ারি-ফেব্রুয়ারিতে মেয়েদের ডব্লিউপিএল। এরপর ফেব্রুয়ারি-মার্চে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার পরপরই মার্চের মাঝামাঝি থেকে শুরু হবে আইপিএল। যা চলবে মে মাসের শেষ পর্যন্ত। এছাড়া জানুয়ারির ১১ থেকে ৩১ তারিখ পর্যন্ত ভারত সফরে আসবে নিউ জিল্যান্ড, যেখানে অনুষ্ঠিত হবে একদিনের ও টি-টোয়েন্টি সিরিজ।
ঢাকা/আমিনুল