ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মিরপুরের উইকেটের পরিবর্তনে বড় সিদ্ধান্ত, সরানো হলো গামিনিকে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৭, ১০ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৯:০৩, ১০ সেপ্টেম্বর ২০২৫
মিরপুরের উইকেটের পরিবর্তনে বড় সিদ্ধান্ত, সরানো হলো গামিনিকে

দীর্ঘদিন ধরে সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকা মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নিয়ে অবশেষে বড় পদক্ষেপ নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্লো ও লো উইকেটের কারণে বারবার সমালোচিত হওয়া শ্রীলঙ্কান কিউরেটর গামিনি ডি সিলভাকে সরিয়ে দেওয়া হয়েছে মিরপুর থেকে।

২০১০ সাল থেকে বিসিবির প্রধান কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন গামিনি। প্রায় দেড় দশক ধরে তার হাতেই ছিল মিরপুরের উইকেট তৈরির দায়িত্ব। তবে পাকিস্তানের বিপক্ষে সাম্প্রতিক টি–টোয়েন্টি সিরিজে মানহীন পিচ বানিয়ে নতুন করে বিতর্কের মুখে পড়েন তিনি। পাকিস্তানের অধিনায়ক ও কোচ প্রকাশ্যে অভিযোগ তোলেন উইকেটের মান নিয়ে। সেই সমালোচনা এবার সহ্য করতে চায়নি বিসিবি।

আরো পড়ুন:

ফলে দীর্ঘ ১৫ বছরের দায়িত্ব শেষে গামিনিকে বদলি করে পাঠানো হয়েছে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে। মিরপুরের দায়িত্ব এখন অস্ট্রেলিয়ার বিশ্বখ্যাত পিচ কিউরেটর টনি হেমিংয়ের হাতে।

সম্প্রতি বিসিবি আনুষ্ঠানিকভাবে নিয়োগ দিয়েছে হেমিংকে। তিনি শুধু মিরপুরের উইকেট নিয়ন্ত্রণই করবেন না, স্থানীয় কিউরেটরদের আধুনিক প্রশিক্ষণ দেওয়ার দায়িত্বও পেয়েছেন।

বাংলাদেশের ক্রিকেটে মিরপুরের উইকেট বরাবরই ছিল বিতর্কিত। এবার হেমিংয়ের অধীনে নতুন যুগের সূচনা হবে কি না, সেটাই এখন দেখার বিষয়।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়