ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাংলাদেশকে চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ল হংকং

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৭, ১১ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ২২:২৯, ১১ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশকে চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ল হংকং

এশিয়া কাপে ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে চ্যালেঞ্জিং টার্গেট ছুড়েছে হংকং। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে টস হেরে ব্যাট করতে নেমে হংকং ৭ উইকেটে ১৪৩ রান করে। জয় দিয়ে এশিয়া কাপ শুরু করতে বাংলাদেশকে করতে হবে ১৪৪ রান।

ব্যাট হাতে আজ বাংলাদেশকে ভোগান হংকংয়ের জিশান আলী, নিজাকাত খান ও ইয়াসিম মুর্তাজা। উদ্বোধনী ব্যাটসম্যান জিশান ৩টি চার ও ১ ছক্কায় করে যান ৩০ রান। নিজাকাত ২টি চার ও ১ ছক্কায় করেন ৪২ রান। আর ইয়াসিম ২ চার ও সমান সংখ্যক ছক্কায় করেন ২৮ রান। এছাড়া বাবর হায়াত ১৪ ও অতিরিক্ত খাত থেকে আসে আরও ১৪টি রান। তাতে হংকংয়ের সংগ্রহ ১৪৩ পর্যন্ত যায়।

আরো পড়ুন:

বল হাতে বাংলাদেশের তাসকিন আহমেদ, তানজিম হাসান ও রিশাদ হোসেন ২টি করে উইকেট নেন। তবে তাসকিন খরচ করেন ৪ ওভারে ৩৮ রান, রিশাদ ৩১ রান। তানজিম দেন ৪ ওভারে ২১ রান।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়