ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ

টিকিট বিক্রিতে ধোঁয়াশা, ভক্তদের উত্তেজনা তুঙ্গে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০২, ১২ সেপ্টেম্বর ২০২৫  
টিকিট বিক্রিতে ধোঁয়াশা, ভক্তদের উত্তেজনা তুঙ্গে

এশিয়া কাপ-২০২৫ এ ভারত–পাকিস্তান মহারণকে ঘিরে আগ্রহ আকাশছোঁয়া হলেও টিকিট বিক্রি নিয়ে চলছে বিতর্ক। আগামী রোববার (১৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। কিন্তু টিকিট বিক্রির চিত্র নিয়ে প্রশ্ন উঠেছে।

টিকিট বিক্রিতে ধীরগতি?
বিভিন্ন গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে, ভারত–পাকিস্তান ম্যাচের প্রায় অর্ধেক আসন এখনো খালি। সমর্থকদের আকর্ষণ করতে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এএসসি) নাকি টিকিটের দামও কমিয়েছে। সাধারণ আসনের দাম ৪৭৫ দিরহাম থেকে নামিয়ে করা হয়েছে ৩৫০ দিরহাম।

আরো পড়ুন:

ইসিবির জোরালো প্রতিবাদ:
তবে এই খবরকে একেবারেই উড়িয়ে দিয়েছে আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, “টিকিট বিক্রি নিয়ে যে গুঞ্জন চলছে, তার কোনো সত্যতা নেই। বরং পরিস্থিতি অত্যন্ত আশাব্যঞ্জক।”

ইসিবির দাবি, বুধবার রাতে প্লাটিনাম লিস্ট নামের অনলাইন প্ল্যাটফর্মে ৩ হাজার টিকিট ছাড়ার পর কয়েক মিনিটের মধ্যেই সব বিক্রি হয়ে যায়। একই রাতে আরও ৩ হাজার টিকিট ছাড়লে সেগুলোও মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যায়। তাদের মতে, এতে স্পষ্ট বোঝা যায় ম্যাচটিকে ঘিরে ভক্তদের আগ্রহ কমেনি বরং আরও বেড়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তর্ক-বিতর্ক:
এর আগে এ বছরই চ্যাম্পিয়নস ট্রফিতে দুবাইয়ে মুখোমুখি হয়েছিল ভারত–পাকিস্তান। তখন চার মিনিটেরও কম সময়ে সব টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। এবার অবশ্য চিত্র কিছুটা ভিন্ন। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ, এমনকি সাবেক ক্রিকেটাররাও, এই ম্যাচকে বয়কট করার আহ্বান জানিয়েছেন। ফলে উত্তেজনার পাশাপাশি একধরনের বিভক্তির আবহও তৈরি হয়েছে।

দুবাইয়ের দিকে নজর:
সবকিছু ছাপিয়ে এখন দৃষ্টি দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। ক্রিকেটের অন্যতম সেরা প্রতিদ্বন্দ্বিতা আবারো নতুন রূপে হাজির হতে যাচ্ছে।

ভারত ইতিমধ্যেই টুর্নামেন্টে দারুণ শুরু করেছে। সংযুক্ত আরব আমিরাতকে ৯ উইকেটে হারিয়ে। অন্যদিকে পাকিস্তান আগামী আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে মুখোমুখি হবে ওমানের।

কিন্তু, রোববারের মহারণে মাঠভরা দর্শক দেখা যাবে কি না, তা নিয়েই এখন সবার কৌতূহল।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়