ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৮, ১৪ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ২০:২৯, ১৪ সেপ্টেম্বর ২০২৫
ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

এশিয়া কাপে ‘এ’ গ্রুপে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইতোমধ্যে টস হয়েছে এবং টস জিতেছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা। তিনি অবশ্য ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন। টস হেরে ব্যাট করবে ভারত।

আগের ম্যাচে উভয় দলই জয় পেয়েছে। ভারত ৯ উইকেটে হারিয়েছিল সংযুক্ত আরব আমিরাতকে। আর পাকিস্তান ৯৩ রানে জয় পেয়েছিল ওমানের বিপক্ষে। আজকের হাইভোল্টেজ ম্যাচে উভয় দলই অবশ্য অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে।

আরো পড়ুন:

সূর্যকুমার যাদব জানিয়েছেন টস জিতলেও তিনি বোলিং নিতেন। সেক্ষেত্রে টস হেরেও অখুশী নন তিনি।

ভারতের একাদশ:
১. অভিষেক শর্মা  
২. শুভমান গিল  
৩. সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক)  
৪. সূর্যকুমার যাদব (অধিনায়ক)  
৫. তিলক বর্মা  
৬. শিবম দুবে  
৭. হার্দিক পান্ডিয়া  
৮. অক্ষর প্যাটেল  
৯. কুলদীপ যাদব  
১০. জসপ্রিত বুমরাহ  
১১. বরুণ চক্রবর্তী।

পাকিস্তানের একাদশ:
১. সাহিবজাদা ফারহান  
২. সাইম আইয়ুব  
৩. ফখর জামান  
৪. সালমান আগা (অধিনায়ক)  
৫. হাসান নওয়াজ  
৬. মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক)  
৭. মোহাম্মদ নওয়াজ  
৮. ফাহিম আশরাফ  
৯. শাহীন শাহ আফ্রিদি  
১০. সুফিয়ান মুকীম  
১১. আবরার আহমেদ।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়