এনামুল-সৌম্যর ব্যাটে রান, ঢাকার দ্বিতীয় হার
আগের দিন রাজশাহীর বিপক্ষে রান না পেলেও আজ ঢাকা মেট্রোর বিপক্ষে দ্যুতি ছড়িয়েছেন এনামুল হক বিজয়৷ তার সঙ্গে পাল্লা দিয়ে ব্যাটিং করে রান পেয়েছেন সৌম্য সরকারও। এছাড়া আফিফ ও ইমরান রেখেছেন অবদান।
চারজনের সম্মিলিত প্রচেষ্টায় জাতীয় ক্রিকেট লিগে ঢাকা মেট্রোর বিপক্ষে ৫ উইকেটে ১৭১ রান করে খুলনা বিভাগ। জবাব দিতে নেমে ঢাকা মেট্রো ইনিংস গুটিয়ে যায় ১৫৯ রানে। ২২ রানে জয় পায় খুলনা বিভাগ৷ ঢাকা মেট্রো পরপর দুদিন দুই ম্যাচ হারল। খুলনার তৃতীয় ম্যাচে এটি প্রথম জয়।
টস হেরে ব্যাটিংয়ে নেমে খুলনার শুরুটা ছিল দারুন। দুই ওপেনার ৮.৫ ওভারে ৭১ রান যোগ করেন। তবে ১৪ রানের ব্যবধানে দুজনই ফেরেন সাজঘরে। ইমরানুজ্জামান ৩০ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৩৬ রান করেন। সৌম্য সরকার টানা দ্বিতীয় ফিফটির অপেক্ষায় ছিলেন। কিন্তু ৪৫ রানে তাকে থামতে হয় রান আউটে। ৩৩ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ইনিংসটি সাজান সৌম্য।
এরপর এনামুল ও আসিফের ব্যাটে ভর করে খুলনা ১৭১ রানের পুঁজি পায়৷ ২৬ বলে ৬টি চার ও ২ ছক্কায় ৪৯ রান করেন এনামুল। এক রানের জন্য তার ফিফটি মিস হলেও ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন তিনি। আফিফ ২৫ বলে ৩৩ রান করেন ৩টি চার ও ১ ছক্কায়।
ঢাকা মেট্রোর হয়ে আবু হায়দার রনি দুই উইকেট নেন ৪৩ রান দিয়ে।
জবাব দিতে নেমে নাঈম শেখ ও আনিসুল ইসলাম বাদে কেউই ভালো করতে পারেননি। নাঈম দলের হয়ে সর্বোচ্চ ২৩ বলে ৩৩ রান করেন। আনিসুল দুইটি করে চার ও ছক্কায় ২৮ রান করেন। ২২ রান আসে শামসুর রহমান শুভর ব্যাট থেকে। বাকিরা কেউ বিশের ঘর পেরোতে পারেননি।
মৃত্যুঞ্জয় চৌধুরী বোলিংয়ে ২২ রানে নেন ৩ উইকেট। ২ উইকেট পেয়েছেন পারভেজ জীবন।
ঢাকা/ ইয়াসিন