ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হঠাৎ অবসরের ঘোষণা ক্রিস ওকসের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৩, ২৯ সেপ্টেম্বর ২০২৫  
হঠাৎ অবসরের ঘোষণা ক্রিস ওকসের

ইংল্যান্ডের অভিজ্ঞ পেসার ক্রিস ওকস আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবর জানায়।

ওকসের এই সিদ্ধান্ত আসে ঠিক তখনই, যখন ৩৬ বছর বয়সী এই পেসারকে অস্ট্রেলিয়ায় আসন্ন অ্যাশেজের জন্য দলে রাখা হয়নি। ইসিবি তাদের পোস্টে লিখেছে, “পনেরো বছরের নিবেদন শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন উইজ। তোমার ভবিষ্যতের জন্য শুভকামনা।”

আরো পড়ুন:

ওকস নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক বার্তায় ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানান। একইসঙ্গে জানান, তিনি কাউন্টি ক্রিকেট চালিয়ে যাবেন এবং সামনে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেও খেলার পরিকল্পনা করেছেন।

ওকসের সর্বশেষ ম্যাচ ছিল এ বছরের জুলাই-আগস্টে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে। তবে পঞ্চম টেস্টে কাঁধের হাড় সরে যাওয়ায় দীর্ঘসময় মাঠের বাইরে থাকতে হয় তাকে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অস্ত্রোপচার না করে তিনি চেষ্টা করেছিলেন দ্রুত সুস্থ হয়ে অ্যাশেজে ফিরতে। কিন্তু শেষমেশ নির্বাচকদের পরিকল্পনায় জায়গা না পেয়ে বড় ধাক্কা খান। এমনকি ইংল্যান্ডের পুরুষ ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক রব কি স্পষ্ট জানিয়ে দেন, ভবিষ্যত সিরিজগুলোতেও ওকসের সুযোগ পাওয়া কঠিন।

২০১১ সালে আন্তর্জাতিক অভিষেকের পর ইংল্যান্ডের জার্সিতে ২১৭ ম্যাচ খেলেছেন ওকস। তার ঝুলিতে আছে ৩৯৬ উইকেট। আর ব্যাট হাতে ৩৭০৫ রান। বোলার হয়েও টেস্ট ও ওয়ানডেতে বহু গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন তিনি।

তার ক্যারিয়ারের সেরা সাফল্য নিঃসন্দেহে দুই বিশ্বকাপ জয়। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২২ টি–টোয়েন্টি বিশ্বকাপ (অস্ট্রেলিয়া) জয়। এছাড়া অ্যাশেজেও তিনি একবার সিরিজসেরা হওয়ার গৌরব অর্জন করেছেন।

৩৬ বছর বয়সী এই পেসারের বিদায়ে ইংল্যান্ড ক্রিকেট হারালো এক অনন্য অলরাউন্ডারকে, যিনি ব্যাট-বলে সমান দক্ষতায় দীর্ঘদিন দলকে সেবা দিয়েছেন।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়