ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আইচ ঝড়ে জয়ে ফিরলো ঢাকা মেট্রো 

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪০, ৩০ সেপ্টেম্বর ২০২৫  
আইচ ঝড়ে জয়ে ফিরলো ঢাকা মেট্রো 

ইনিংসের শেষ বল। ইবাদত হোসেনের লেন্থ বল স্কুপ করে সীমানায় পাঠালেন আইচ মোল্লা। হাওয়ায় ভেসে বল গেল মাঠের বাইরে। ওই ছক্কায় ঢাকা মেট্রোর এই ব্যাটসম্যান পেয়ে গেলেন ফিফটির স্বাদ। 

আত্মবিশ্বাসী ১৬১ রানের পুঁজি পায় ঢাকা। জাতীয় ক্রিকেট লিগের টি-টোয়েন্টি ম্যাচে সিলেট বিভাগ ওই রান তাড়া করতে পারলো না। ৯ উইকেটে তাদের সংগ্রহ ১৩৮ রান। ২৩ রানের জয় পায় ঢাকা মেট্রো। 

ম্যাচ সেরা নির্বাচিত হওয়া আইচ ঝড় তোলেন চারে ব্যাটিংয়ে নেমে। ৩৩ বলে ৫৩ রান করেন ৬টি চার ও ২টি ছক্কায়। তাকে সঙ্গ দেন সাদমান ইসলাম। ৩২ বলে ৪৯ রান করেন ৪টি চার ও ২টি ছক্কায়। তৃতীয় উইকেটে আইচ ও সাদমান ৯৬ রানের জুটি গড়েন। এর আগে ঢাকা মেট্রোর ওপেনার নাঈম শেখ ৩২ বলে করেন ৩৬ রান। ৪টি চার ও ১টি ছক্কা ছিল তার ইনিংসে। মাহফিজুল ইসলাম রবিন ২৩ বলে ১৮ রানের বেশি করতে পারেনি। 

সিলেটের হয়ে বল হাতে ১টি করে উইকেট নেন গালি, ইবাদত এবং নাবিল।

লক্ষ্য তাড়ায় সিলেটের টপ অর্ডারের প্রথম পাঁচ ব্যাটসম্যান রান পেলেও কেউ ইনিংস বড় করতে পারেননি। থিতু হওয়ার পর উইকেট বিলিয়ে আসেন সবাই। দিশান ১৬, অধিনায়ক জাকির ১৯, খালিদ হাসান ২৪, অমিত হাসান ২৪ ও গালিব ২৩ রানে আউট হন। 

পরের ব্যাটসম্যানদের মধ্যে কেবল রাজাই চেষ্টা করেছিলেন। ১১ বলে ১টি করে চার ও ছক্কায় ১৭ রান করেন তিনি।  তার ফেরার পর সিলেটের জয়ের সম্ভাবনা শেষ হয়ে যায়।

ঢাকা মেট্রোর সেরা বোলার শহিদুল ইসলাম। ২৪ রানে ৩ উইকেট নেন ডানহাতি পেসার। ২টি করে উইকেট নেন আবু হায়দার রনি ও মারুফ মৃধা। ১টি করে উইকেট পেয়েছেন রাকিবুল ও আইচ।

৪ ম্যাচে ঢাকা মেট্রোর এটি দ্বিতীয় জয়। সিলেটের সমান ম্যাচে দ্বিতীয় পরাজয়।

ঢাকা/ইয়াসিন

সর্বশেষ

পাঠকপ্রিয়