ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০০, ৭ অক্টোবর ২০২৫   আপডেট: ১৬:০২, ৭ অক্টোবর ২০২৫
ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ

নারী ওয়ানডে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে গুয়াহাটির নেহরু স্টেডিয়ামে আজ মঙ্গলবার (০৭ অক্টোবর) বিকেলে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ইংল্যান্ড নারী দল। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অধিনায়ক ন্যাট সিভার-ব্রান্ট। ফলে ব্যাটিং করতে নেমেছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ।

দুই দলই এসেছে দুর্দান্ত আত্মবিশ্বাস নিয়ে। প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছিল বাংলাদেশের মেয়েরা। অন্যদিকে দক্ষিণ আফ্রিকাকে মাত্র ৬৯ রানে গুটিয়ে দিয়ে ১০ উইকেটে জয় তুলে নিয়েছিল ইংল্যান্ড। সেই দুই বিজয়ী দলের মুখোমুখি লড়াই ঘিরে তাই আগ্রহ তুঙ্গে।

আরো পড়ুন:

টসের পর ইংল্যান্ড অধিনায়ক স্কিভার-ব্রান্ট বলেন, “দল ভালোভাবে বিশ্রাম নিয়েছে, প্রস্তুতিও স্বাভাবিকভাবেই নিয়েছি। আগের ম্যাচে আমাদের বোলাররা দারুণ করেছে, তাই একই ছন্দ বজায় রাখার চেষ্টা করব।” প্রথম ম্যাচে যে একাদশে মাঠে নেমেছিল, সেটিতেই পরিবর্তন আনেনি তারা।

বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানার কণ্ঠেও ঝরে পড়ল আত্মবিশ্বাস, “আমরা টস জিতলেও ব্যাটিংই নিতাম। আমাদের মেয়েরা আত্মবিশ্বাসী, পাকিস্তানের বিপক্ষে দারুণ জয়ের পর সবাই বেশ ফোকাসড।” তবে আগের ম্যাচের একাদশে এসেছে দুটি পরিবর্তন। ঋতু ও মেঘলা খেলছেন আজ। কৌশলগত ভারসাম্য আনতেই এই রদবদল বলে জানান অধিনায়ক।

ইংল্যান্ড একাদশ:
ট্যামি বিউমন্ট, অ্যামি জোন্স (উইকেটকিপার), হিদার নাইট, ন্যাট সিভার-ব্রান্ট (অধিনায়ক), সোফিয়া ডানকলে, এমা ল্যাম্ব, অ্যালিস ক্যাপসি, চার্লি ডিন, সোফি একলস্টোন, লিনসি স্মিথ, লরেন বেল।

বাংলাদেশ একাদশ:
রুবিয়া হায়দার, শারমিন আক্তার, নিগার সুলতানা (অধিনায়ক ও উইকেটকিপার), সোহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, রাবেয়া খান, মানরুফা আক্তার, সানজিদা আক্তার মেঘলা।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়