ঢাকা     সোমবার   ১৭ নভেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আশা জাগিয়েও হারল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৭, ৭ অক্টোবর ২০২৫   আপডেট: ২২:৫৭, ৭ অক্টোবর ২০২৫
আশা জাগিয়েও হারল বাংলাদেশ

নারীদের ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে আশা জাগিয়েও হার মেনেছে বাংলাদেশ। মঙ্গলবার (০৭ অক্টোবর) রাতে বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড।

গুয়াহাটিতে টস হেরে বাংলাদেশ আগে ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করে। জবাবে ৪৬.১ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ইংল্যান্ডের মেয়েরা।

আরো পড়ুন:

বাংলাদেশ অবশ্য শুরুতে চেপে ধরেছিল ইংল্যান্ডকে। ৬ রানে প্রথম ও ২৯ রানে তাদের দুটি উইকেট তুলে নিয়েছিলেন মারুফা আক্তার। এরপর হিদার নাইট ও ন্যাট সিভার-ব্রান্ট জুটি গড়ে বাংলাদেশকে পেছনে ফেলেন। যদিও ৬৯ রানের মাথায় গিয়ে এই জুটি ভেঙে এবং পর পর আরও দুটি উইকেট তুলে নিয়ে বাংলাদেশ আশা জাগিয়েছিল। কিন্তু নাইট, অ্যালিস ক্যাপসি ও চার্লি ডিন ব্যাট হাতে ধৈর্য্যশীল ইনিংস খেলে বাংলাদেশের আশা ভঙ্গ করেন।

নাইট ১১১ বলে ৮টি চার ও ১ ছক্কায় ৭৯ রান করেন। ডিন ২ চারে করেন ২৭। এছাড়া ন্যাট সিভার ৫ চারে ৩২ ও অ্যালিস ক্যাপসি ৩ চারে করেন ২০ রান। তাতে ৪৬.১ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮২ রান করে জয় নিশ্চিত করে ইংলিশ মেয়েরা।

বল হাতে বাংলাদেশের ফাহিমা খাতুন ১০ ওভারে ২ মেডেনসহ ১৬ রান দিয়ে ৩টি উইকেট নেন। মারুফা আক্তার ৫ ওভারে ২৮ রান দিয়ে নেন ২টি উইকেট। আর সানজিদা আক্তার মেঘলা নেন একটি উইকেট।

এই জয়ে দুই ম্যাচ খেলে দুটিই জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে ইংল্যান্ড। অন্যদিকে ২ ম্যাচ থেকে ২ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে টেবিলের চতুর্থ স্থানে।

পরের ম্যাচে একই ভেন্যুতে শুক্রবার বাংলাদেশ নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে। আর শনিবার কলম্বোতে ইংল্যান্ড লড়বে শ্রীলঙ্কার বিপক্ষে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়