চরম নাটকীয়তায় ভরপুর ম্যাচে রংপুরের জয়
হারলেই বিদায়। টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে শূন্য হাতে। বাঁচা-মরার এই লড়াইয়ে ঢাকা ও রংপুর বিভাগ কেউ কাউকে ছাড় দিল না। তাদের ম্যাচের উত্তেজনা ছড়ালো বেশ। লো স্কোরিং কিন্তু হাড্ডাহাড্ডি এক লড়াইয়ের দেখা মিলল সিলেটে।
জাতীয় ক্রিকেট লিগের ম্যাচে রংপুর বিভাগ ১ বল ও ১ উইকেট হাতে রেখে জয় পেয়ে টুর্নামেন্টে টিকে আছে। আগে ব্যাটিং করতে নেমে ঢাকা বিভাগ ১২৩ রানে গুটিয়ে যায়। জবাবে ব্যাটিং ধসের পর দারুণভাবে ফিরে আসে রংপুর কিন্তু শেষ মুহূর্তে আবার বিপর্যয় পড়ে তারা। শেষমেশ খুড়িয়ে চলা সাকলায়েনের চারে রংপুরের শেষ রক্ষা হয়।
সহজ টার্গেটে ব্যাটিং করতে নেমে ৫২ রানে ৬ উইকেট হারায় রংপুর। তাদের বিশাল ব্যাটিং লাইন আপের শেষ দিকে ছিলেন আকবর ও নাসুম। এই দুইজন শুধু প্রতিরোধই গড়েননি, প্রতি আক্রমণে গিয়ে রান করেন। তাতে ম্যাচের ভাগ্য রংপুরের কাছে চলে আসে।
৪১ বলে ৬২ রানের জুটি গড়েন তারা। ঢাকা হাল ছাড়েনি। শেষ ১২ বলে রংপুরে জয়ের জন্য দরকার ছিল ১০ রান। আকবর ও নাসুম থাকায় রংপুরের শিবিরে ছিল স্বস্তি। কিন্তু স্পিনার রাফসান ১৯তম ওভারে ২ রান দিয়ে নাসুম (২৬) ও আলাউদ্দিন বাবুকে আউট করলে রংপুরের অস্বস্তি ফুটে ওঠে। শেষ ওভারে আকবর প্রথম বলে ফাইন লেগ দিয়ে চার হাঁকালেও দ্বিতীয় বলে আউট হন৷ রংপুরের অধিনায়ক ২৭ বলে ৪৪ রান করেন৷
শেষ ৪ বলে দরকার ৪ রান৷ শেষ উইকেটে ক্রিজে আসেন খুড়িয়ে চলা সাকলায়েন। রিপন মন্ডলের পরের ২ বলে ২ রান পায় রংপুর৷ পঞ্চম বলে চলে আসে মাহেন্দ্রক্ষণ। রিপনের লেন্থ বল মিডঅন দিয়ে উড়িয়ে চার মারেন সাকলায়েন৷ ঢাকাকে হতাশ করে ওই চারে রংপুরের জয় নিশ্চিত হয়ে যায়। তারা চলে যায় দ্বিতীয় কোয়ালিফায়ারে।
ঢাকার স্পিনাররা দাপট দেখিয়েছেন। ১৪ রানে ৩ উইকেট নেন মাহফুজুর রাব্বি। ২টি করে উইকেট নেন নাজমুল ইসলাম, রাফসান ও রিপন।
এর আগে ঢাকার ইনিংসে যা করার একাই করেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। ৩৬ বলে ২ চার ও ৬ ছক্কায় ৬১ রান করেন। তার বাদে অন্য কোন ব্যাটসম্যান বিশের ঘরও ছুঁতে পারেননি। রংপুরের হয়ে নাসুম, আবু হাসিম, নাসির ও আলাউদ্দিন বাবু ২টি করে উইকেট নেন।
ম্যাচ সেরা হয়েছেন আকবর।
চট্টগ্রাম ও খুলনার ম্যাচে যারা হারবে তাদের সঙ্গে দ্বিতীয় কোয়ালিফাইয়ার খেলবে রংপুর। আগামীকাল ম্যাচটি সিলেটেই অনুষ্ঠিত হবে।
ঢাকা/ইয়াসিন