ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জয়সওয়ালের আক্ষেপের দিনে গিল কীর্তিতে ভারতের রান পাহাড়

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৬, ১১ অক্টোবর ২০২৫  
জয়সওয়ালের আক্ষেপের দিনে গিল কীর্তিতে ভারতের রান পাহাড়

যশস্বী জয়সওয়াল ডাবল সেঞ্চুরির অপেক্ষায় ছিলেন। কিন্তু শনিবারের দিনটা নিশ্চিতভাবেই তিনি ভুলে যেতে চাইবে ন৷ ১৭৫ রানে তাকে রান আউট হতে হবে তা হয়তো কল্পনাও করেননি। সতীর্থ গিল তার ডাকে সাড়া না দেওয়ায় রান আউট হতে হয়।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শনিবার দ্বিতীয় দিনে ভারতের অধিনায়ক গিল অবশ্য সেঞ্চুরি পেয়েছেন৷ তাতে দিল্লিতে রানের পাহাড় ছুঁয়েছে ভারত। ৫ উইকেটে তাদের রান ৫১৮। তাড়া করতে নেমে ৪ উইকেটে ১৪০ রান করে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ৷ এখনো তারা ৩৭৮ রানে পিছিয়ে।

আরো পড়ুন:

২০ রানে দিন শুরু করে অনায়েস ব্যাটিংয়ে তিন অঙ্ক ছুঁয়ে ফেলেন গিল। আর তাতে অন্যরকম এক রেকর্ডও করেছেন। ভারতের অধিনায়ক হিসেবে এক বর্ষপঞ্জিকা ৫ টেস্ট সেঞ্চুরির রেকর্ড করেছেন। যেই রেকর্ডের একমাত্র মালিক আগে ছিলেন বিরাট কোহলি।  ২০১৭ ও ২০১৮ পরপর দুই বছর কোহলির ৫টি করে সেঞ্চুরি করেছিলেন। গিল এই বছর ৫টি সেঞ্চুরি করলেন অধিনায়ক হিসেবে। সব মিলিয়ে তার সেঞ্চুরি ১০টি।গিল ১২৯ ও আগের ম্যাচে সেঞ্চুরি পাওয়া জুরেল ৪৪ রানে অপরাজিত থাকেন।

ওয়েস্ট ইন্ডিজের ওপেনিং জুটি ভাঙেন রবীন্দ্র জাদেজা। নিজের দ্বিতীয় বলে জন ক্যাম্পবেলকে ফিরিয়ে দেন তিনি। এরপর তেজনারাইন চান্দারপল ও আলিক আথানেজ প্রতিরোধ গড়েন। এই জুটিও ভাঙেন জাদেজা।  ১ ছক্কা ও ৪টি চারে ৩৪ রান করা চান্দারপলকে ফিরিয়ে দেন। এরপর দ্রুত ফেরেন ১ ছক্কা ও ৫ চারে ৪১ রান করা আথানেজ। রোস্টন চেইসের টিকতে দেননি জাদেজা।
দিনের বাকি সময়ে পার করেন ইমলাচ ও শেই হোপ। ৩৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে করেন তারা। ৫ চারে ৩১ রান করেন হোপ। ২ চারে ১৪ রান ইমলাচ।

ঢাকা/ ইয়াসিন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়