ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৬ গোলের ম্যাচে স্ত্রাসবুর্গের সঙ্গে পিএসজির ড্র

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১২, ১৮ অক্টোবর ২০২৫   আপডেট: ১১:১৪, ১৮ অক্টোবর ২০২৫
৬ গোলের ম্যাচে স্ত্রাসবুর্গের সঙ্গে পিএসজির ড্র

ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে শুক্রবার (১৭ অক্টোবর) রাতের ম্যাচে রোমাঞ্চ ছড়াল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ও স্ত্রাসবুর্গ। তিনবার পিছিয়ে থেকেও ৩-৩ গোলের দারুণ এক ড্র করে শীর্ষস্থান ধরে রাখল বর্তমান চ্যাম্পিয়নরা।

প্যারিসে শেষ ৩৪ ম্যাচে জয়হীন স্ত্রাসবুর্গ ইতিহাস গড়ার আশা নিয়েই নামছিল মাঠে। কিন্তু শুরুটা হয়েছিল তাদের জন্য হতাশার। ম্যাচের মাত্র ষষ্ঠ মিনিটেই ব্র্যাডলি বারকোলা দারুণ এক ওয়ান-টু পাসের পর জালে বল জড়ান, পিএসজিকে এনে দেন দ্রুত লিড।

আরো পড়ুন:

তবে নাটকীয়তা তখনও বাকি ছিল। বারকোলার সঙ্গে ওয়ান-টু খেলেছিলেন দেজিরে দুয়ে, যিনি ফিরেছিলেন ইনজুরি কাটিয়ে। অন্যদিকে তার বড় ভাই গ্যেলা দুয়ে খেলছিলেন প্রতিপক্ষ স্ত্রাসবুর্গের হয়ে। দুই ভাইয়ের এই দ্বন্দ্বই ম্যাচের গল্পে বারবার জায়গা করে নেয়।

প্রথমে গ্যেলা দুয়ের ক্রস থেকেই চমৎকার হেডে গোল করে সমতায় ফেরান হোয়াকিন পানিচেল্লি। এরপর বিরতির চার মিনিট আগে ছোট ভাই দেজিরে দুয়ের একটি ভুল পাস পিএসজির বিপদ ডেকে আনে। তার পাস কেটে নিয়ে ভ্যালেন্টিন বারকো বল বাড়ান দিয়েগো মোরেইরার কাছে, যিনি নিখুঁত লবে গোলরক্ষককে পরাস্ত করেন। তাতে ২-১ করে এগিয়ে যায় স্ত্রাসবুর্গ।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আরও একবার আঘাত হানে অতিথিরা। ম্যাচের ৪৯ মিনিটে পানিচেল্লি আবার গোল করেন, এবার মোরেইরার ক্রস থেকে। শারীরিক শক্তিতে এগিয়ে থাকা এই আর্জেন্টাইন ফরোয়ার্ড টানা দুই ম্যাচে জোড়া গোলসহ শেষ আট ম্যাচে করেছেন সাতটি গোল।

৩-১ গোলে পিছিয়ে থেকেও হাল ছাড়েনি পিএসজি। ঘণ্টা পার হতেই ম্যাচে ফেরার আশা দেখেন তারা। যখন দেজিরে দুয়ে পেনাল্টি এরিয়ায় পড়ে যান গোলরক্ষক মাইক পেন্ডার্সের ধাক্কায়। স্পট কিক থেকে নির্ভুল শটে গোল করেন গনসালো রামোস ৩-২।

শেষ মুহূর্তের তীব্র চাপে অবশেষে সমতায় ফেরে প্যারিসের দল। ম্যাচের ৮১ মিনিটে সেনি মাইউলুর শট পেন্ডার্স ঠেকালেও ফিরে আসা বলটি মাথা দিয়ে জালে পাঠান এই ১৯ বছর বয়সী তরুণ ৩-৩।

রোমাঞ্চে ভরা এই ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের শীর্ষেই রইল পিএসজি। এক পয়েন্ট পেছনে দ্বিতীয় স্থানে স্ত্রাসবুর্গ।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়