২৭ ওভারের ম্যাচে ভারতকে ১২০ রানের টার্গেট দিল বাংলাদেশ
নারীদের ওয়ানডে বিশ্বকাপের লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। নাভি মুম্বাইয়ে দফায় দফায় বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি শেষ পর্যন্ত নেমে আসে ২৭ ওভারে। সেখানে ৯ উইকেট হারিয়ে ১১৯ রান করেছে বাংলাদেশের মেয়েরা। জিততে ভারতের মেয়েদের করতে হবে ১২০ রান।
বাংলাদেশের শারমিন আক্তার ব্যাট হাতে সর্বোচ্চ রান করেন। ৪টি চারে ৩৬ রান আসে তার ব্যাট থেকে। সোবহানা মোস্তারি ৪ চারে করে দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান। এছাড়া রুবাইয়া হায়দার ঝিলিক ১৩ ও রিতু মনি করেন ১১ রান। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছোঁয়ার সুযোগ পাননি।
বল হাতে ভারতের রাধা যাদব ৬ ওভারে ৩০ রানে ৩টি উইকেট নেন। শ্রী চরণী ৬ ওভারে ২৩ রানে নেন ২টি উইকেট।
ঢাকা/আমিনুল