ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে নতুন কাউকে যুক্ত করেনি বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৬, ৩০ অক্টোবর ২০২৫   আপডেট: ০৮:১৬, ৩০ অক্টোবর ২০২৫
হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে নতুন কাউকে যুক্ত করেনি বাংলাদেশ

সিরিজ হাতছাড়া হওয়ার পর বাংলাদেশের তৃতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামার একটাই উদ্দেশ‌্য, হোয়াইটওয়াশ এড়ানো। ২০২৪ সালে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদেরকে হোয়াইটওয়াশ করেছিল।

এক বছর পর সেই বদলা নেওয়ার অপেক্ষায় তারা। এক ম‌্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করা ওয়েস্ট ইন্ডিজ নিশ্চিতভাবে সুযোগটি হাতছাড়া করতে চাইবে না।

বাংলাদেশ নিজেদের মাটিতে ‘মুখ রক্ষা’ করতে পারবে কিনা দেখার। সেই উদ্দেশ‌্যে নিজেদের শেষ ম‌্যাচের জন‌্য ১৪ সদস‌্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। স্কোয়াডে কোনো পরিবর্তন আসেনি। নতুন কাউকেও যুক্ত করা হয়নি।

৩১ অক্টোবর দুই দল সিরিজের তৃতীয় ও শেষ ম‌্যাচে মুখোমুখি হবে।

এর আগে বিসিবি শুরুর দুই ম‌্যাচের জন‌্য স্কোয়াড দিয়েছিল। তৃতীয় ম‌্যাচেও থাকছে একই স্কোয়াড।

বাংলাদেশ স্কোয়াড

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান সাকিব, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

চট্টগ্রাম/ইয়াসিন

সর্বশেষ

পাঠকপ্রিয়