ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাজার রানে দ্রুততম তানজিদ, শেফার্ডের হ‌্যাটট্রিক

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২২, ৩১ অক্টোবর ২০২৫  
হাজার রানে দ্রুততম তানজিদ, শেফার্ডের হ‌্যাটট্রিক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দুই ব‌্যাটসম‌্যান কেবল দুই অঙ্কের ঘরে যেতে পেরেছেন। তানজিদ হাসান করেছেন সর্বোচ্চ ৮৯ রান। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান আসে সাইফ হাসানের ব‌্যাটে। বাকিরা কেউ দুই অঙ্কে যেতে পারেননি।

সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশের হোয়াইটওয়াশ এড়ানোর ম‌্যাচে পুঁজি কেবল ১৫১ রান। তানজিদের একার লড়াইয়ে বাংলাদেশ মাঝারি মানের পুঁজি পেয়েছে। ৬২ বলে ৪ ছক্কা ও ৯ চারে ৮৯ রান করেন। পেয়েছেন নিজের দশম ফিফটি। এই ইনিংস খেলার মধ‌্য দিয়ে তানজিদ টি-টোয়েন্টিতে হাজার রান ছাড়িয়ে যান।

আরো পড়ুন:

৪২ ইনিংসে টি-টোয়েন্টিতে হাজার রান পেয়েছেন বাঁহাতি ওপেনার। ৪৫ ইনিংসে হাজার রান ছুঁয়ে বাংলাদেশের রেকর্ড ছিল তাওহিদ হৃদয়ের। টি-টোয়েন্টিতে বিশ্ব রেকর্ড ডেভিড মালানের। ইংল‌্যান্ডের ওপেনার ২৪ ইনিংসে হাজার ছুঁয়েছিলেন।

এদিকে ওয়েস্ট ইন্ডিজের সেরা বোলার ছিলেন রোমারিও শেফার্ড। ৩৬ রানে ৩ উইকেট নেন তিনি। এই ৩ উইকেটে তার ক‌্যারিয়ারের প্রথম হ‌্যাটট্রিকও পূরণ হয়েছে। ইনিংসের শেষ ওভারের প্রথম দুই বলে তানজিদ হাসান ও শরিফুল ইসলামকে আউট করেন শেফার্ড। এর আগে ১৭তম ওভার করেছিলেন তিনি। ওই ওভারের শেষ বলে তার শিকার ছিলেন কাজী নুরুল হাসান সোহান। তাতেই হ‌্যাটট্রিক পূরণ হয়ে যায় দ্রুতগতির বোলারের।

ইনিংস শেষে শেফার্ড বলেছেন, ‘‘আমি আসলে জানতামই না যে আমি হ্যাটট্রিকের দিকে এগিয়ে যাচ্ছি। আমি ইনিংস শেষ করার দিকে বেশি মনোযোগী ছিলাম। জেসন এসে আমাকে বলল যে এটা হ্যাটট্রিক এবং চার বলে চার উইকেট নিতে বলল। অবশেষে সেই ক্লাবে (হ‌্যাটট্রিক) যোগ দিতে পেরে ভালো লাগছে।’’

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়