ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রোমাঞ্চ, নাটকীয়তার পর পাকিস্তানের জয়

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৪, ৫ নভেম্বর ২০২৫  
রোমাঞ্চ, নাটকীয়তার পর পাকিস্তানের জয়

সহজ ম‌্যাচ কঠিন করে জেতা পাকিস্তানের পুরোনো অভ‌্যাস, রোজকার কাজ। গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফয়সালাবাদেও এমন কাজ করলেন তারা।

জয়ের অবস্থান থেকে হঠ‌্যাৎ ছন্দ হারিয়ে ম‌্যাচ হারের শঙ্কায় পড়ে যান। এরপর তীব্র লড়াইয়ে ম‌্যাচটাকে নাগালে নিয়ে আসেন। আবার বিপর্যয়ে পড়েন। সবশেষে চরম নাটকীয়তা ও রোমাঞ্চ উপহার দিয়ে ম‌্যাচ জয়।

রোমাঞ্চ, নখ কামড়ানো এক মুহূর্তকে পাশ কাটিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়েছে পাকিস্তান। আগে ব‌্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকা ২৬৩ রানে গুটিয়ে যায়। জবাবে পাকিস্তান ২ বল আগে ২ উইকেটের জয় নিশ্চিত করে।

অথচ একটা সময়ে ২৭ বলে মাত্র ২৩ রান দরকার ছিল তাদের। হাতে ৬ উইকেট। সেই ম‌্যাচ শেষ ওভারে যায় ৪ রানের সমীকরণে। হাতে ৩ উইকেট। অন্তিম মুহূর্তে আরো ১ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। শেষ পর্যন্ত ভাগ‌্যবিধাতা পাকিস্তানের দিকে মুখ তুলে তাকায়। তিন ম‌্যাচ সিরিজে তারা এখন ১-০ ব‌্যবধানে এগিয়ে।

এই ম‌্যাচ দিয়ে ফয়সালাবাদে ১৭ বছর পর ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। এ বছর বাংলাদেশেরও এই মাঠে খেলার কথা ছিল। কিন্তু ভারত-পাকিস্তানের যুদ্ধের কারণে নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান সফর ওই মুহূর্তে বাতিল করে বাংলাদেশ।
পাকিস্তানের গতকালের জয়ের নায়ক সালমান আগা। ৭১ বলে ৬২ রান করেন তিনি। বোলিংয়ে নজর কেড়ে নেনে লেগ স্পিনার আবরার আহমেদ ও পেসার নাসিম শাহ। দুজন ৩টি করে উইকেট নেন। আবরার হ‌্যাটট্রিকের স্বাদ পেতে পারতেন। কিন্তু রিভিউ নিয়ে দক্ষিণ আফ্রিকার ব‌্যাটসম‌্যান বেঁচে যান।

ব‌্যাটিংয়ে নেমে ১৬ ওভারে ৯৮ রান পায় প্রোটিয়ারা। ইনিংস উদ্বোধন করেন ‍লুহান ড্রি প্রিটোরিয়াস ও কুইন্টন ডি কিক। দুজনই পেয়েছেন ফিফটি। প্রিটোরিয়াস ৫৭ ও ডি কক ৬৩ রান করেন। এই জুটি ভাঙার পর আর বড় জুটি গড়তে পারেনি অতিথিরা। শেষ দিকে তারা ৭ উইকেট হারায় মাত্র ৭২ রানে। নাটকীয় ব‌্যাটিং ধসের পর নবম উইকেটে লুঙ্গি এনগিডি ও কর্বিন বশ ৩৪ রান যোগ করেন। যেখানে কর্বিন একাই করেন ৩২ রান। সব মিলয়ে ৪০ বলে ৪১ রান করেন এই অলরাউন্ডার।

জবাব দিতে নেমে ফখর ও সায়েম ৮৭ রানের জুটি গড়েন। ভালো শুরুর পর পাকিস্তানের ব‌্যাটিংয়ে হোঁচট আসবেই। ৮৭ থেকে ১০৫ রানে যেতে তাদের ৩ ব‌্যাটসম‌্যান সাজঘরে। ফখর ৪৫, সায়েম ৩৯ ও বাবর ৭ রানে আউট হন। সেখান থেকে রিজওয়ানের ৫৫ ও সালমানের ৬২ রানে জবাব দেয় পাকিস্তান। কিন্তু তারা কেউই ম‌্যাচ জিতিয়ে আনতে পারেননি। শেষ দিকে হোসেন তালাহের ২২ ও মোহাম্মদ নওয়াজের ৯ ও অধিনায়ক আফ্রিদির ৪ রানে মুখ রক্ষা হয় পাকিস্তানের।
এই ম‌্যাচ দিয়ে পাকিস্তানের নতুন ওয়ানডে অধিনায়ক শাহীন শাহ আফ্রিদির পথ চলা শুরু হলো। নতুন অধিনায়ক জয়ের খাতা খুলেই শুরু করলেন।

আগামীকাল বৃহস্পতিবার একই মাঠে সিরিজের দ্বিতীয় ম‌্যাচ অনুষ্ঠিত হবে। 

ঢাকা/ইয়াসিন

সর্বশেষ

পাঠকপ্রিয়