ঢাকা     রোববার   ০৯ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দ. আফ্রিকা সিরিজে টেস্ট দলে ফিরছেন পন্ত

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫১, ৫ নভেম্বর ২০২৫  
দ. আফ্রিকা সিরিজে টেস্ট দলে ফিরছেন পন্ত

দীর্ঘ বিরতির পর আবারও টেস্ট দলে ফিরছেন ভারতের উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্ত। আগামী ১৪ নভেম্বর কলকাতায় শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে তার প্রত্যাবর্তন নিশ্চিত বলে জানা গেছে।

বুধবার (০৫ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচকদের বৈঠকে পন্তকে এন জগদীশানের পরিবর্তে দলে নেওয়ার সিদ্ধান্ত হয়। এটাই দলে একমাত্র পরিবর্তন। গত জুলাইয়ে ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্টে পায়ের চোট পাওয়ার পর থেকেই তিনি মাঠের বাইরে ছিলেন। চোটের কারণে খেলতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজও।

আরো পড়ুন:

তবে ফিটনেস ফিরে পাওয়ার পরই তিনি দারুণভাবে জানান দিয়েছেন নিজের প্রস্তুতির কথা। বেঙ্গালুরুর বোর্ডের সেন্টার অব এক্সেলেন্সে অনুষ্ঠিত চার দিনের ম্যাচে ভারত ‘এ’ দলকে অধিনায়কত্ব করে জেতান দক্ষিণ আফ্রিকা ‘এ’-এর বিপক্ষে। দ্বিতীয় ইনিংসে ৯০ রানের ইনিংস খেলে ২৭৫ রানের টার্গেট তাড়া করে দলকে জয়ের পথে নেতৃত্ব দেন তিনি।

ভারতের টেস্ট অধিনায়ক শুভমন গিল, জাসপ্রিত বুমরাহ, নীতিশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দর বর্তমানে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি সিরিজে ব্যস্ত আছেন। সিরিজ শেষ হবে ৮ নভেম্বর। এরপরই তারা টেস্ট দলে যোগ দেবেন। কুলদীপ যাদবকে হোবার্টে তৃতীয় ম্যাচের পর টি-টোয়েন্টি স্কোয়াড থেকে ছেড়ে দেওয়া হয়েছে। যাতে তিনি ৬ নভেম্বর শুরু হওয়া দক্ষিণ আফ্রিকা ‘এ’-এর বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচে খেলতে পারেন ও টেস্ট সিরিজের প্রস্তুতি নিতে পারেন।

ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দুই টেস্টের প্রথমটি শুরু হবে ১৪ নভেম্বর কলকাতায়। আর দ্বিতীয়টি ২২ নভেম্বর গুয়াহাটিতে। যা টেস্ট ক্রিকেটের আয়োজক হিসেবে শহরটির প্রথম ম্যাচ হতে যাচ্ছে।

বর্তমানে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে ভারত আছে তৃতীয় স্থানে, ৬১.৯০ শতাংশ পয়েন্ট নিয়ে। দক্ষিণ আফ্রিকা আছে পঞ্চম স্থানে, ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে। তাদের সর্বশেষ সিরিজ ছিল পাকিস্তানের বিপক্ষে। যা ১-১ ব্যবধানে শেষ হয়েছিল।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়