ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নারীদের দল নির্বাচনে অনিয়ম পায়নি বিসিবি

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৬, ১৬ নভেম্বর ২০২৫   আপডেট: ১৩:০৭, ১৬ নভেম্বর ২০২৫
নারীদের দল নির্বাচনে অনিয়ম পায়নি বিসিবি

জাতীয় দলের বাইরে থাকা পেসার জাহানারা আলমের করা যৌন অভিযোগের পর তোলপাড় শুরু হয় দেশের ক্রিকেটাঙ্গনে। নানা ইস্যুতে একের পর এক মুখ খুলতে থাকেন সাবেক ক্রিকেটাররা। ক্রিকেটারদের পর ক্রীড়াঙ্গনের অনান‌্য নারী ক্রিকেটাররাও মুখ খুলতে শুরু করেছেন।
নারী অনূর্ধ্ব-১৯ দল নির্বাচনে অনিয়ম নিয়েও ছিল অভিযোগ। তবে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি জানিয়েছে, সেখানে তারা কোনো অনিয়ম পায়নি।

গত ১৭ সেপ্টেম্বর অনূর্ধ্ব-১৯ দল নির্বাচনে অনিয়ম নিয়ে অভিযোগের ভিত্তিতে তদন্তের জন্য বিসিবিকে চিঠি দেওয়া হয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পক্ষ থেকে। বিবৃতিতে বিসিবি জানিয়েছে, চিঠিটি পেলেও বোর্ডের সর্বশেষ নির্বাচনপূর্ব ও তৎপরবর্তী জটিলতায় তদন্ত সম্ভব হয়নি।

বিসিবি আরও জানায়, রিয়া আক্তার শিখা এনএসসি নির্বাহী পরিচালকের কাছে দেওয়া অভিযোগের বিষয়গুলো সাবেক অধিনায়ক জাহানারা আলমের এক সাক্ষাৎকারে উত্থাপিত অভিযোগসমূহ পর্যালোচনার জন্য গঠিত পাঁচ সদস্যের অনুসন্ধান কমিটির সামনে উপস্থাপনের প্রক্রিয়ায় রয়েছে। এ ছাড়া সাবেক অধিনায়ক জাহানারা আলমের আনা অভিযোগগুলো নিয়ে তদন্ত কমিটি কাজ করছে বলে জানিয়েছে বিসিবি।

যদিও রাইজিংবিডির কাছে খবর আছে, এখনও জাহানারার সঙ্গে তদন্ত কমিটির কেউ যোগাযোগ করেনি।

ঢাকা/ইয়াসিন

সর্বশেষ

পাঠকপ্রিয়