ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টেস্টে নাজমুলের ডেপুটি মিরাজ, ওয়ানডেতে মিরাজের ডেপুটি নাজমুল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৩, ১৮ নভেম্বর ২০২৫   আপডেট: ২১:১৯, ১৮ নভেম্বর ২০২৫
টেস্টে নাজমুলের ডেপুটি মিরাজ, ওয়ানডেতে মিরাজের ডেপুটি নাজমুল

তিন ফরম্যাটে তিন অধিনায়কের পর তিন সহ-অধিনায়ক পেল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ক্রিকেট বিশ্বে এমন ঘটনা বিরল। তিন ফরম্যাটে তিন অধিনায়ক থাকার পর সহ-অধিনায়কেও তিন মুখ। মেহেদী হাসান মিরাজকে টেস্টের, নাজমুল হোসেন শান্তকে ওয়ানডে এবং সাইফ হাসানকে টি-টোয়েন্টির সহ-অধিনায়ক করা হয়েছে। 

অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর নাজমুল হোসেনকে আবার টেস্ট দলের দায়িত্ব দিয়েছে বিসিবি। আয়ারল্যান্ডের বিপক্ষে সেই যাত্রা শুরু হয়েছে নাজমুলের। টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্র ২০২৫-২০২৭ পর্যন্ত নাজমুলের নেতৃত্বে সাদা পোশাকে খেলবে বাংলাদেশ। তার সহকারী কে হবেন তা নিয়ে আলোচনা চলছিল।

মঙ্গলবার বিসিবি তিন ফরম্যাটে তিন সহকারী অধিনায়ক নির্বাচন করেছে। টেস্টে নাজমুলের ডেপুটি হিসেবে নিয়োগ পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। এ ছাড়া ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজ দায়িত্ব সামলাচ্ছেন। আগামী জুন পর্যন্ত তার মেয়াদ। তার ডেপুটি হিসেবে দায়িত্বে থাকবেন নাজমুল।

এ ছাড়া টি-টোয়েন্টিতে বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত লিটন বাংলাদেশের নেতৃত্বে থাকবেন। তার ডেপুটি হিসেবে থাকবেন সাইফ হাসান।

সাইফের সহ-অধিনায়ক হওয়া আচমকাই। বলা যেতে পারে, ভালো খেলার পুরস্কার পেয়েছেন তিনি। ২৬ বছর বয়সী এই ক্রিকেটার প্রথমবার দলে বড় কোনো দায়িত্ব পেলেন।

ঢাকা/ইয়াসিন//

সর্বশেষ

পাঠকপ্রিয়