ঢাকা     শুক্রবার   ০৯ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নারীদের বিশ্বকাপ বাছাই পর্বে নতুন মুখ জুরাইরিয়া

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৭, ৮ জানুয়ারি ২০২৬   আপডেট: ২০:১৬, ৮ জানুয়ারি ২০২৬
নারীদের বিশ্বকাপ বাছাই পর্বে নতুন মুখ জুরাইরিয়া

বাছাই পর্ব পেরিয়ে বাংলাদেশ জাতীয় নারী দলকে অংশ নিতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বাছাই পর্বের জন‌্য বৃহস্পতিবার (৮ জানুয়ারি) নারী দল ঘোষণা করা হয়েছে।

স্কোয়াডে নতুন মুখ জুরাইরিয়া ফেরদৌস। উইকেট রক্ষক ব‌্যাটসম‌্যান গত বছর অনূর্ধ্ব-১৯ দলে খেলেছেন। দলকে নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ‌্যোতি। এছাড়া তেমন কোনো পরিবর্তন নেই স্কোয়াডে।

আরো পড়ুন:

নেপালে অনুষ্ঠেয় বাছাইপর্বে অংশ নিতে বাংলাদেশ দল ১২ জানুয়ারি কাঠমান্ডুর উদ্দেশে ঢাকা ছাড়বে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে আয়ারল্যান্ড, নামিবিয়া, পাপুয়া নিউগিনি ও যুক্তরাষ্ট্র।

১৮ জানুয়ারি নেপালে শুরু হবে প্রতিযোগিতা। উদ্বোধনী দিনই বাংলাদেশ মাঠে নামবে। প্রথম ম্যাচে প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। এরপর ২০ ও ২২ জানুয়ারি খেলবে যথাক্রমে পাপুয়া নিউগিনি ও নামিবিয়ার বিপক্ষে। ২৪ জানুয়ারি বাংলাদেশের গ্রুপ পর্বের শেষ ম‌্যাচ আয়ারল‌্যান্ডের বিপক্ষে। 

দুই গ্রুপের প্রথম পর্ব শেষে সুপার সিক্সে উঠবে তিনটি করে দল। সুপার সিক্স পর্বে পয়েন্ট তালিকার শীর্ষ চার দল সুযোগ পাবে জুন–জুলাইয়ে ইংল্যান্ডে অনুষ্ঠেয় চূড়ান্ত পর্বে।

বাংলাদেশ স্কোয়াড
নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার, সোবহানা মোস্তারি, ফারজানা হক, শারমীন আক্তার সুপ্তা, দিলারা আক্তার, জুরাইরিয়া ফেরদৌস, রিতু মনি, ফাহিমা খাতুন, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম, সানজিদা আক্তার মেঘলা ও সুলতানা খাতুন।

স্ট‌্যান্ডবাই
শারমিন সুলতানা, ফারজানা ইয়াসমিন, শরিফা খাতুন, ফাতেমা জাহান সোনিয়া, হাবিবা ইসলাম পিংকি।

ঢাকা/ইয়াসিন/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়