ঢাকা     বৃহস্পতিবার   ১৫ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ম্যাচ বর্জন ক্রিকেটারদের, বোর্ড থেকে সাড়া মেলেনি 

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৫, ১৫ জানুয়ারি ২০২৬   আপডেট: ১২:২০, ১৫ জানুয়ারি ২০২৬
ম্যাচ বর্জন ক্রিকেটারদের, বোর্ড থেকে সাড়া মেলেনি 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ঢাকা পর্বের খেলা আজ দুপুর ১টায় শুরু হওয়ার কথা ছিল। চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের ম্যাচ দিয়ে বিপিএল শুরু হওয়ার কথা মিরপুর শের-ই-বাংলায়। কিন্তু খেলা বর্জনের ডাকে ক্রিকেটাররা অনড় থাকায় বিপিএলের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে না। দুপুর ১২টা ৩০ মিনিটে ম্যাচের টস অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু দুই দলের কোনো ক্রিকেটাররই মাঠে আসেননি। দলগুলোর মিডিয়া ম্যানেজারের সঙ্গে কথা বলে জানা গেছে, দলগুলো এখনো হোটেলে অবস্থান করছেন। তার মানে, বিপিএলের প্রথম ম্যাচ আনুষ্ঠানিকভাবে বয়কট করলেন ক্রিকেটাররা।

গতকাল বিসিবির পরিচালক এম নাজমুলের পদত‌্যাগের দাবিতে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) ম‌্যাচ বয়কটের ডাক দেয়। বিসিবির তিন পরিচালক গতকাল গভীর রাতে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেছিলেন। কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুনের হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং ক্রিকেটার কাজী নুরুল হাসান সোহানসহ একাধিক ক্রিকেটার উপস্থিত ছিলেন। বিসিবির পক্ষ থেকে পরিচালক ইফতেখার রহমান মিঠু, শাহনিয়ান তানিম ও ফায়াজুর রহমান মিতু উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:

বিসিবির পরিচালকরা রাতে ক্রিকেটারদের বোঝাতে চেয়েছিলেন। অভিযুক্ত পরিচালকের বিরুদ্ধে অভ্যন্তরীণ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু ক্রিকেটাররা একাট্টা, কোনোভাবেই তাকে রাখা যাবে না বোর্ডে। পরিচালক পদত্যাগ করলেই তারা মাঠে নামবেন।

এই ঘটনায় এখন পর্যন্ত বোর্ড সভাপতি আমিনুল ইসলামের কোনো ভূমিকা পাওয়া যায়নি। গতকালের আলোচনায় বসে বোর্ড পরিচালক ইফতেখার রহমান তাকে কয়েকবার ফোনে কল করলেও তিনি ধরেননি। কোনো ক্রিকেটারের সঙ্গেও ব‌্যক্তিগতভাবে যোগাযোগ করেননি তিনি। যা অনেক ক্রিকেটারদেরই অবাক করেছে।

এদিকে দুপুর ১টায় কোয়াব সভাপতি মিঠুন সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন। যেখানে বিপিএলের ছয় দলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়