৪৮ ঘণ্টার মধ্যে জবাব চেয়ে নাজমুলকে বিসিবির শোকজ
ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম
বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক এম নাজমুলকে শোকজ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আনুষ্ঠানিকভাবে শোকজ করেছে বিসিবি। ৪৮ ঘণ্টার মধ্যে লিখিতভাবে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বোর্ড।
তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলা বিসিবি পরিচালক নাজমুল গতকাল ক্রিকেটারদের নিয়ে বিরুপ মন্তব্য করেছেন। যেখানে শুধু ক্রিকেটারদের তিনি ছোটই করেননি বরং তাদের নিবেদন নিয়ে প্রশ্ন তুলেছেন। পারফরম্যান্স নিয়ে করেছেন কূটক্তি। ক্রিকেটারদের নিয়ে তার করা অস্বাভাবিক মন্তব্যর জেরে বাংলাদেশের ক্রিকেটাঙ্গন এখন সরগরম।
তার মন্তব্যের কারণে পেশাদার সকল ক্রিকেটাররা এই পরিচালকের পদত্যাগ দাবি করেছেন। আজ দুপুর ১টায় শুরু হবে বিপিএল। এর আগে নাজমুল পদত্যাগ না করলে সবধরণের ক্রিকেট বর্জনের ডাক দিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব)।
বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপ খেলতে না গেলে তাদের ক্ষতিপূরণ বোর্ড দেবে কি না এমন প্রশ্নের উত্তরে বিতর্কিত মন্তব্য করেন নাজমুল। নাজমুল বলেন, ‘‘ওরা যদি কিছুই না করতে পারে (কোনো টুর্নামেন্টে), ওদের পেছনে যে আমরা কোটি কোটি টাকা খরচ করছি ওই টাকা কি ফেরত চাই? এই প্রশ্নের উত্তর দেন আমাকে। বিশ্বকাপ না খেললে ক্ষতি পূরণ কেন দেব!’’
এর আগে তিনি তুমুল আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিলেন সাবেক অধিনায়ক তামিম ইকবালকে 'ভারতীয় দালাল' বলে মন্তব্য করে। কোয়াব এর আগে তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি তুলে। ক্ষমা না চেয়ে উল্টো একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন গণমাধ্যমে। সেই ধারাবাহিকতায় এবারও তিনি ক্রিকেটারদের নিয়ে কূটক্তি করেছেন। সেজন্য ক্রিকেটারদের সংগঠন তার পদত্যাগের আলটিমেটাম দিয়েছে।
বিসিবি ঘটনার জন্য গতকাল দুঃখপ্রকাশ করে। রাতে ক্রিকেটারদের নিয়ে আলোচনা করতে হোটেলে গিয়েছিলেন তিন পরিচালক। ঘণ্টা দেড়েকের আলোচনাতে কোনো সমাধান না আসেনি।
বিসিবি আজ আনুষ্ঠানিকভাবে তাকে শোকজ করার পাশাপাশি আবারো দুঃখপ্রকাশ করেছে। ক্রিকেটাররাই বিসিবির প্রাণ দাবি করে বিসিবি বলছে, ‘‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বোর্ডের সদস্যের সাম্প্রতিক আপত্তিকর মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করছে। যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি মোকাবেলা করা হবে এবং ফলাফলের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। বিসিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে খেলোয়াড়রা বিপিএল এবং বোর্ডের অধীনে সকল ক্রিকেট কার্যক্রমের মূল অংশীদার এবং প্রাণ।’’
ঢাকা/ইয়াসিন