ঢাকা     বৃহস্পতিবার   ১৫ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কক্সবাজারে ইউপি সদস্যকে হত্যা: ৮ আসামি কারাগারে

কক্সবাজার প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৪, ১৫ জানুয়ারি ২০২৬  
কক্সবাজারে ইউপি সদস্যকে হত্যা: ৮ আসামি কারাগারে

নিহত কামাল হোসেন

কক্সবাজারের উখিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য কামাল হোসেন হত্যা মামলায় এজাহারভুক্ত আট আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহিম শুনানি শেষে এই আদেশ দেন।

আরো পড়ুন:

মামলার আট আসামি আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে সরাসরি কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কামাল হোসেনের মরদেহ গত বছরের ৮ জুলাই জালিয়াপালংয়ের মনখালী এলাকায় তার বাড়ির পাশের একটি ডোবা থেকে উদ্ধার করে পুলিশ। পরিবারের সদস্যরা জানান, ঘটনার আগের দিন রাতে ওষুধ কিনতে ফার্মেসিতে যাওয়ার পর রাত ১১টার দিকে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। পরদিন বেলা ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় ১০ জুলাই নিহতের ভাই সাহাব উদ্দিন বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ছয়জনকে আসামি করে উখিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন—আবদুর রহিম, তোফাইল আহমদ, জুহুর আহমদ চৌধুরী, শরিফুল হক সাগর, জহির আহমদ, নুরুল বশর, মোহাম্মদ রিদোয়ান ও শরিফুল হক নাহিদ। তারা সবাই জালিয়াপালং ইউনিয়নের মনখালী এলাকার বাসিন্দা।

ঢাকা/টিআর/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়