রাতে ক্রিকেটারদের নিয়ে বিসিবির পরিচালকদের বৈঠক, সিদ্ধান্তে অটল ক্রিকেটাররা
ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম
‘হয় পরিচালক এম নাজমুল ইসলাম থাকবেন। না হয় বাংলাদেশের ক্রিকেটাররা থাকবেন…’ – বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তিন পরিচালককে রাতে এভাবে-ই নিজেদের সিদ্ধান্ত সামনা-সামনি জানিয়ে দিয়েছেন ক্রিকেটাররা।
ক্রিকেটাররা খেলা বর্জনের ডাক দেওয়ার পর বিসিবির তিন পরিচালক গতকাল গভীর রাতে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেছিলেন। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি মোহাম্মদ মিঠুনের হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং ক্রিকেটার কাজী নুরুল হাসান সোহানসহ একাধিক ক্রিকেটার উপস্থিত ছিলেন।
বিসিবির পক্ষ থেকে পরিচালক ইফতেখার রহমান মিঠু, শাহনিয়ান তানিম ও ফায়াজুর রহমান মিতু উপস্থিত ছিলেন।
বিসিবির পরিচালক এম নাজমুল ইসলাম ক্রমাগত বিতর্কিত মন্তব্য করে যাওয়ার পরও বিসিবি কোনো পদক্ষেপ নেয়নি। তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলা বিসিবি পরিচালক নাজমুল গতকাল ক্রিকেটারদের নিয়ে বিরুপ মন্তব্য করেছেন। যেখানে শুধু ক্রিকেটারদের তিনি ছোটই করেননি বরং তাদের নিবেদন নিয়ে প্রশ্ন তুলেছেন। পারফরম্যান্স নিয়ে করেছেন কূটক্তি। ক্রিকেটারদের নিয়ে তার করা অস্বাভাবিক মন্তব্যর জেরে বাংলাদেশের ক্রিকেটাঙ্গন এখন সরগরম।
এর পরপরই ক্রিকেটাদের সংগঠন খেলা বর্জনের ডাক দিয়েছেন। আজ দুপুর ১টায় ঢাকায় শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা। খেলা শুরুর আগে নাজমুল ইসলাম পদত্যাগ না করলে বিপিএলের খেলা বয়কট করবেন ক্রিকেটাররা।
বিসিবির পরিচালকরা রাতে ক্রিকেটারদের বোঝাতে চেয়েছিলেন। অভিযুক্ত পরিচালকের বিরুদ্ধে অভ্যন্তরীণ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু ক্রিকেটাররা একাট্টা, কোনোভাবেই তাকে রাখা যাবে না বোর্ডে। পরিচালক পদত্যাগ করলেই তারা মাঠে নামবেন।
বুধবার মিরপুর শের-ই-বাংলায় জাতীয় দলের ক্রিকেটারদের উদ্দেশ্য করে পরিচালক নাজমুল বলেন, ‘‘ওরা যদি কিছুই না করতে পারে (কোনো টুর্নামেন্টে), ওদের পেছনে যে আমরা কোটি কোটি টাকা খরচ করছি ওই টাকা কি ফেরত চাই? এই প্রশ্নের উত্তর দেন আমাকে। বিশ্বকাপ না খেললে ক্ষতি পূরণ কেন দেব!’’
বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপ খেলতে না গেলে তাদের ক্ষতিপূরণ বোর্ড দেবে কিনা এমন প্রশ্নের উত্তরে বিতর্কিত মন্তব্য করেন নাজমুল। এর আগে তিনি তুমুল আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিলেন সাবেক অধিনায়ক তামিম ইকবালকে 'ভারতীয় দালাল' বলে মন্তব্য করে।
কোয়াব এর আগে তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি তুলে। ক্ষমা না চেয়ে উল্টো একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন গণমাধ্যমে। সেই ধারাবাহিকতায় এবারও তিনি ক্রিকেটারদের নিয়ে কূটক্তি করেছেন। সেজন্য ক্রিকেটারদের সংগঠন তার পদত্যাগের আলটিমেটাম দিয়েছে।
গতকাল রাত সাড়ে নয়টায় কোয়াব জুম মিটিংয়ে নিজেদের সিদ্ধান্ত জানায়। এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দুঃখ প্রকাশ করে সংবাদ বিজ্ঞপ্তি পাঠায়।
গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি বলছে, ‘‘বোর্ড আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে এমন সব মন্তব্যের জন্য, যেগুলো অনুচিত, আপত্তিকর বা কষ্টদায়ব বলে বিবেচিত হতে পারে। এসব বক্তব্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মূল্যবোধ, নীতিমালা কিংবা আনুষ্ঠানিক অবস্থানকে প্রতিফলিত করে না। একই সঙ্গে, বাংলাদেশ ক্রিকেটের দায়িত্বে তাকা ব্যক্তিদের কাছ থেকে যে আচরণতগত মান প্রত্যাশিত, এ ধরণের মন্তব্য তার সঙ্গেও সামঞ্জস্য নয়।’’
রাতে বোর্ডের তিন পরিচালক ১১টার পর হোটেলে গিয়েছিলেন ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসতে। প্রায় দেড় ঘণ্টা তারা ক্রিকেটারদের সঙ্গে আলাপ-আলোচনা করেন। কিন্তু নাজমুলের পদত্যাগের আগে মাঠে ফিরতে তারা অস্বীকৃতি জানিয়েছে পুরোপুরিভাবে।
ঢাকা/ইয়াসিন