ঢাকা     বৃহস্পতিবার   ১৫ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজবাড়ীতে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

রাজবাড়ী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১০, ১৫ জানুয়ারি ২০২৬   আপডেট: ১০:১৬, ১৫ জানুয়ারি ২০২৬
রাজবাড়ীতে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

দুর্ঘটনায় নিহত দুই কিশোর

রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাই‌কে‌লের দুই আরোহী নিহত হ‌য়ে‌ছেন। 

বুধবার (১৪ জানুয়ারি) রাত ১০টার দি‌কে পাংশা সুগন্ধা ফিলিং স্টেশন এলাকায় রাজবাড়ী-কু‌ষ্টিয়া আঞ্চ‌লিক মহাসড়‌কে এ দুর্ঘটনা ঘটে। পাংশা হাইও‌য়ে থানার ওসি মাসুদুর রহমান মুরাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হ‌লেন- পাংশা পৌরসভার কুড়াপাড়া গ্রা‌মের ইব্রাহিম শে‌খের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামা‌ণি‌কের ছেলে সজীব প্রামা‌ণিক (১৭)।

স্থানীয়‌দের বরা‌তে পাংশা হাইও‌য়ে থানার ওসি মাসুদুর রহমান মুরাদ ব‌লেন, “মিরাজ ও সজীব আজিজ সরদার বাসস্ট‌্যান্ড থে‌কে মোটরসাইকেলে করে ফির‌ছি‌ল। সেসময় পি‌ছন থেকে রাজবাড়ীমুখী এক‌টি ট্রাক তা‌দের চাপা দেয়। এতে ঘটনাস্থ‌লে একজন নিহত হয়। অপরজন‌কে আহত অবস্থায় ফায়ার সা‌র্ভিসের কর্মীরা পাংশা উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে যান। সেখানে চি‌কিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রেন।”

ওসি মুরাদ আরো ব‌লেন, “ঘটনার পরপরই ট্রাক‌টি পা‌লি‌য়ে যায়। চালক ও ট্রাক‌টি আট‌কের চেষ্টা চলছে।”

ঢাকা/রবিউল/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়