ঢাকা     বৃহস্পতিবার   ১৫ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইসরায়েল তাদের হয়ে লড়তে যুক্তরাষ্ট্রকে বাধ্য করছে: ইরান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৬, ১৫ জানুয়ারি ২০২৬   আপডেট: ১০:১৫, ১৫ জানুয়ারি ২০২৬
ইসরায়েল তাদের হয়ে লড়তে যুক্তরাষ্ট্রকে বাধ্য করছে: ইরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইসরায়েল সব সময়ই যুক্তরাষ্ট্রকে তাদের ‘হয়ে’ যুদ্ধ করার জন্য টেনে আনার চেষ্টা করে আসছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

ইসরায়েলি চ্যানেল ১৪-এর কূটনৈতিক বিষয়ক সাংবাদিক তামির মোরাগের একটি পোস্ট উদ্ধৃত করে বুধবার (১৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ আরাঘচি লিখেন, “ইসরায়েল সবসময়ই চেয়েছে যুক্তরাষ্ট্রকে তাদের হয়ে যুদ্ধে টেনে আনতে। কিন্তু আশ্চর্যজনকভাবে এবার তারা গোপন কথাটি প্রকাশ্যে বলে দিচ্ছে।”

আরো পড়ুন:

আরাঘচি বলেন, ইরানের রাস্তাগুলো ‘রক্তে ভেজা’। তিনি বিক্ষোভকারীদের হাতে ইসরায়েলের অস্ত্র সরবরাহের অভিযোগ এনে বলেন, “শত শত মৃত্যুর নেপথ্যে এই কর্মকাণ্ড দায়ী।” 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, “যদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হত্যাকাণ্ড বন্ধ করতে চান, তাহলে বিক্ষোভকারীদের অস্ত্র দেওয়া বন্ধ করতে তার ইসরায়েলের সঙ্গে কথা বলা উচিত।”

আরাঘচি বলেন, “আমাদের রাস্তায় যখন রক্ত ঝরছে, তখন ইসরায়েল স্পষ্টভাবে গর্ব করে বলছে যে তারা ‘বিক্ষোভকারীদের হাতে তাজা অস্ত্র তুলে দিয়েছে’, আর এটাই শত শত মানুষের মৃত্যুর কারণ।”

এর আগে ইসরায়েলি সাংবাদিক তামির মোরাগ এক্স-এ লিখেছিলেন, “বিদেশি শক্তিগুলো ইরানের বিক্ষোভকারীদের তাজা অস্ত্র দিয়ে সজ্জিত করছে, আর এটাই শাসনব্যবস্থার সঙ্গে যুক্ত শত শত মানুষের মৃত্যুর কারণ।”

তিনি আরো যোগ করেন, “আমরা কার কথা বলছি, তা যে কেউ অনুমান করে নিতে পারেন।”

গত মাসের শেষ দিক থেকে খারাপ অর্থনৈতিক পরিস্থিতির কারণে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর মার্কিন কর্মকর্তারা ইরানের বিরুদ্ধে তাদের হুমকি বাড়িয়ে দিয়েছেন।

গত মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে ট্রাম্প বলেন, ইরানি কর্তৃপক্ষ যদি বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করে, তাহলে ওয়াশিংটন ‘খুব কঠোর ব্যবস্থা’ নেবে।

ইরানি সরকারি কর্মকর্তারা চলমান এই বিক্ষোভের মধ্যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে ‘দাঙ্গা’ এবং ‘সন্ত্রাসবাদ’ সমর্থনের অভিযোগ তুলেছেন।

ইরান সরকার চলমান বিক্ষোভে হতাহত বা আটকদের কোনো তথ্য প্রকাশ করেনি। তবে মার্কিনভিত্তিক একটি মানবাধিকার সংস্থা অনুমান করছে যে, বিক্ষোভকারী এবং নিরাপত্তা কর্মীসহ অন্তত ২ হাজার ৫০০ জন নিহত এবং ১ হাজার ১০০ জনেরও বেশি আহত হয়েছেন।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়